উন্নয়নের পাশাপাশি মানবিক সিংড়া গড়তে চাই – আইসিটি প্রতিমন্ত্রী পলক

                         (     “মানবতার দেয়াল” অপ্রয়োজনীয় জিনিস রেখে যান, প্রয়োজনীয় নিয়ে যান     )

নাটোর প্রতিনিধি:  তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক বলেছেন, সিংড়ার ৫লক্ষ জনগণ তারা মানবিক।

তাদের সামাজিক, ধর্মীয় সকল দায়িত্ব সঠিকভাবে পালন করে আমরা শুধু সিংড়াকেই উন্নয়নের দিক থেকে রোল মডেলে তৈরি করবো শুধু এইটুকুই নয়। আমরা উন্নয়নের পাশাপাশি মানবিক সিংড়া একটি গড়ে তুলবো, যেটি সারা বাংলাদেশের মানুষের কাছে অনুকরণীয় হবে।

তিনি মানবতার দেয়ালে সকলকে অপ্রয়োজনীয় জিনিস রেখে যান আর প্রয়োজনীয়গুলো মানবিক ভাবে নিয়ে যান এই আহবান জানান। আজ শনিবার সকাল ৯টায় উপজেলা চত্বরে মানবতার দেয়াল উদ্বোধন শেষে উপস্থিত সকলের উদ্দেশ্যে এসব কথা বলেন।

এসময় উপস্থিত ছিলেন সিংড়া পৌরসভার মেয়র জান্নাতুল ফেরদৌস, ওসি মনিরুল ইসলাম, মানবাধিকার কর্মী জুনাইদ আহমেদ সৈকত, মজার স্কুলের পরিচালক চঞ্চল মাহমুদ সংগ্রাম প্রমূখ।

সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর নাটোর প্রতিনিধি খান মামুন। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.