উন্নয়নের অগ্রযাত্রায় সরকারি আইনি সেবার সাফল্য বিষয়ে চাঁপাইনবাবগঞ্জে কর্মশালা

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি: উন্নয়নের অগ্রযাত্রায় সরকারি আইনি সেবার সাফল্য বিষয়ে জেলা লিগ্যাল এইড অফিসের উদ্যোগে চাঁপাইনবাবগঞ্জে কর্মশালা হয়েছে চাঁপাইনবাবগঞ্জে। আজ শুক্রবার বিকেলে চাঁপাইনবাবগঞ্জ জেলা ও দায়রা জজ আদালতের সম্মেলন কক্ষে জেলার বিভিন্ন প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়াকর্মীদের নিয়ে এই কর্মশালা হয়।

উন্নয়নের অগ্রযাত্রায় সরকারি আইনি সেবার সাফল্য প্রচার ও প্রসারে প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার ভূমিকা শীর্ষক এই কর্মশালায় সভাপতিত্ব করেন জেলা ও দায়রা জজ লিয়াকত আলী মোল্লা। জেলার আইনি সেবার বিস্তারিত তথ্য মিডিয়াকর্মীদের সামনে তুলে ধরেন জেলা লিগ্যাল এইড অফিসার মো. জাহিদুল ইসলাম। অসহায় দরিদ্র মানুষদের কাছে সরকারের আইনী সহয়তার বিষয় তুলে ধরে বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক দেবেন্দ্র নাথ উঁরাও, জেলা তথ্য অফিসার মো. ওয়াহেদুজ্জামান, শিবগঞ্জ উপজেলা চেয়ারম্যান ড. কেরামত আলী, প্রবীন সাংবাদিক মুক্তিযোদ্ধা মো. তসলিম উদ্দিন, ‘দৈনিক চাঁপাই দর্পণ’ এর সম্পাদক ও চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম রঞ্জু, সাংবাদিক আজিজুর রহমান শিশির, ফারুক আহমেদসহ অন্যরা।

উপস্থিত ছিলেন সিনিয়র সহকারী জজ মাজহারুল ইসলাম, জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট মো. মাইনুল ইসলাম, চাঁপাইনবাবগঞ্জ প্রেসক্লাবের সভাপতি আলহাজ্ব মাহবুবুল আলমসহ জেলার বিভিন্ন প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়াকর্মীরা।

কর্মশালায় জানানো হয়, সরকার লিগ্যাল এইড অফিসের মাধ্যমে দরিদ্র অসহায় মানুষদের মামলা সরকারী খরচে চালানো এবং সমাধানের ব্যবস্থা নেয় গত ২০০০ সালে। চাঁপাইনবাবগঞ্জ জেলায় গত কয়েকবছরে অনেক মামলার নিস্পত্তি করা হয়েছে লিগ্যাল এইড অফিসের মাধ্যমে। গত ২০১৬, ২০১৭ ও ২০১৮ সালে ৩ বছরে জেলা ১ হাজার ৯টি মামলা লিগ্যাল এইড অফিসে নেয়া হয়েছে এবং নিস্পত্তি করা হয়েছে ৭৯০টি মামলা। এতে খরচ হয়েছে সরকারের ৩ বছরে মোট ১২ লক্ষ ৪৮ হাজার ১২০ টাকা। জেলা ও দায়রা জজ ও লিগ্যাল এইড অফিসার জেলায় লিগ্যাল এইড অফিসের মাধ্যমে দরিদ্র অসহায় পরিবারের লোকজনের পাশে দাঁড়িয়ে আইনী সহায়তা দেয়ার বিষয়টি প্রচার ও প্রসারের বিষয়টি তুলে ধরার জন্য মিডিয়াকর্মীদের প্রতি আহবান জানান।

সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি মো: আশরাফুল ইসলাম রঞ্জু।#

Comments are closed, but trackbacks and pingbacks are open.