উন্নয়নের ধারা অব্যাহত রাখতে শেখ হসিনাকে পুনরায় ক্ষমতায় আনতে হবে – সালাম মূর্শেদী

বিশেষ (খুলনা) প্রতিনিধি: খুলনা-৪ আসনের সংসদ সদস্য আব্দুস সালাম মূর্শেদী বলেছেন, বাংলাদেশ এখন উন্নয়নের এক রোল মডেল, এ উন্নয়নকে বাধাগ্রস্ত করতে স্বাধীনতা বিরোধী অপশক্তি মাথা চাড়া দিয়ে উঠেছে, এ অপশক্তিকে ঠেকাতে তৃণমূলের নেতাকর্মীদের সর্বদা সজাগ দৃষ্টি রাখতে হবে, আগামী জাতীয় সংসদ নির্বাচনে সকল ভেদাভেদ ভুলে গিয়ে কাঁধে কাঁধ মিলিয়ে নৌকাকে বিজয়ী করার জন্য নিরলসভাবে কাজ করতে হবে।
শুক্রবার (২২ সেপ্টেম্বর) বিকাল ৪ টায় দিঘলিয়া উপজেলার গাজীরহাট ইউনিয়নের আলহাজ্ব মোল্লা জালাল উদ্দিন কলেজ মিলনায়তনে গাজীরহাট ইউনিয়ন আওয়ামী লীগ কর্তৃক আয়োজিত আওয়ামী লীগের উন্নয়ন বিষয়ক সুধী সমাবেশে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ কথা বলেন।
দিঘলিয়া উপজেলা আওয়ামী লীগের সহ- সভাপতি মোল্লা কামাল উদ্দিন সিদ্দিকী হেলালের সভাপতিত্বে, গাজীরহাট ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক বাবু বিষ্ণুপদ সরদারের সঞ্চালনায় এ সমাবেশে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি খাঁন নজরুল ইসলাম, উপজেলা পরিষদের চেয়ারম্যান শেখ মারুফুল ইসলাম, গাজীরহাট ইউপি চেয়ারম্যান মোল্লা মফিজুল ইসলাম ঠান্ডু, সেনহাটি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গাজী জিয়াউর রহমান, দিঘলিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি শেখ আনসার আলী, উপজেলা যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক শেখ আনিসুর রহমান, উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক শেখ আল -আমিন, সহ সম্পাদক হাসান মাহমুদ রাকিব, ইয়াদুল ইসলাম, গাজীরহাট ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সভাপতি শেখ আলমগীর কবির, সাধারণ সম্পাদক মাহাতাব হোসেন, মহিলা লীগ নেতা নাসরিন আক্তার হিরা, দিঘলিয়া ইউনিয়ন যুবলীগের সভাপতি সৈয়দ জামিল মোরর্শেদ মাসুম, সাধারণ সম্পাদক কে এম তহিদুজ্জামান, বারাকপুর ইউনিয়ন যুবলীগের সভাপতি আলী বাকের প্রিন্স, উপজেলা ছাত্রলীগ নেতা প্রিন্স রয়, গাজীরহাট ইউনিয়ন যুবলীগের সভাপতি মোঃ মনির মোল্লা, সাধারণ সম্পাদক রুবেল সরদার প্রমুখ।
এর আগে এমপি মহোদয় দুপুর ১২টায় গাজীরহাট মাঝিরগাতী এলাকায় ৪ কোটি টাকা ব্যায়ে মূল সড়কের কাজের উদ্বোধন করেন। এ সময় উপস্থিত ছিলেন দিঘলিয়া উপজেলা সহকারী কমিশনার ভূমি মোঃ মাহমুদুর রহমান ,উপজেলা প্রকৌশলী আবু তারেক সাইফুল্লাহ কামাল , দিঘলিয়া থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা রিপন কুমার সরকার, কন্ট্রাকটর জাকির হোসেনসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
পরে এমপি মহোদয় মোল্লাডাঙ্গা মাদ্রাসা জামে মসজিদে জুম্মার নামাজ আদায় করেন ও মসজিদ মাদ্রাসার বিভিন্ন উন্নয়নের প্রতিশ্রুতি ব্যক্ত করেন।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর বিশেষ (খুলনা) প্রতিনিধি সৈয়দ আবুল কাসেম। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.