উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুর গেলেন ড. মোশাররফ

ঢাকা প্রতিনিধি: উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুরের উদ্দেশ্যে ঢাকা ছেড়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী বীর মুক্তিযোদ্ধা ড. খন্দকার মোশাররফ হোসেন।
আজ মঙ্গলবার (২৭ জুন) সকাল ৮টা ৩০ মিনিটে বাংলাদেশ বিমানে ঢাকা থেকে সিঙ্গাপুরের উদ্দেশ্যে যাত্রা করেন তিনি। সিঙ্গাপুর ন্যাশনাল ইউনিভার্সিটি হাসপাতালের বিশেষজ্ঞ ডাক্তারের অধীনে চিকিৎসা নেবেন তিনি।
ড. খন্দকার মোশাররফ হোসেন ব্রেন স্ট্রোক করে বসুন্ধরা আবাসিক এলাকায় এভারকেয়ার হাসপাতালে গত ১৮ জুন ভর্তি হয়ে আট দিন চিকিৎসাধীন ছিলেন।
বিএনপির চেয়ারপার্সনের মিডিয়া উইংয়ের সদস্য শামসুদ্দিন দিদার জানান, যাত্রাকালে ড. খন্দকার মোশাররফ হোসেনের সফরসঙ্গী হিসেবে আছেন সহধর্মিনী বিলকিস আক্তার হোসেন ও ছোট ছেলে ড. খন্দকার মারুফ হোসেন।
এদিকে বিএনপির বর্ষীয়ান এই নেতার আশু রোগমুক্তি এবং দ্রুত সুস্থতার জন্য বিএনপির সর্বস্তরের নেতাকর্মী ও দেশবাসীর কাছে পরিবারের পক্ষ থেকে দোয়া চেয়েছেন তার বড় ছেলে খন্দকার মাহবুব হোসেন তুষার।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর ঢাকা প্রতিনিধি মোমাসুদ রানা খন্দকার। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.