উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়া হলো কাউন্সিলর পিন্টুকে

রাসিক প্রতিবেদক: রাজশাহী সিটি কর্পোরেশনের ৩০ নং ওয়ার্ড কাউন্সিলর শহিদুল ইসলাম পিন্টুকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে। আজ শনিবার বিকেল তিনটায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল থেকে এয়ার এ্যাম্বুলেন্সে তাকে ঢাকায় নেওয়া হয়। বর্তমানে তিনি ঢাকা ইউনাইটেড হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। তাঁর চিকিৎসার সার্বিক খোঁজখবর রাখছেন রাজশাহী সিটি কর্পোরেশনের মাননীয় মেয়র এ.এইচ.এম খায়রুজ্জামান লিটন।

গতকাল শুক্রবার দুপুরে হৃদরোগে আক্রান্ত হয়ে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের ১৪ নং ওয়ার্ডে ভর্তি হন কাউন্সিলর শহিদুল ইসলাম পিন্টু। অবস্থার অবনতি হলে তাকে ৩২ নং ওয়ার্ডে স্থানান্তর করা হয়। এরপর চিকিৎসকের পরামর্শক্রমে উন্নত চিকিৎসার জন্য তাকে আজ ঢাকায় নেওয়া হলো।

আজ এয়ার এ্যাম্বুলেন্সে ঢাকায় নেওয়ার আগেই রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ছুটে যান সিটি মেয়র এ.এইচ.এম খায়রুজ্জামান লিটন ও কাউন্সিলরবৃন্দ। কাউন্সিলর পিন্টুকে এয়ার এ্যাম্বুলেন্সে করে ঢাকায় পাঠানোর ব্যবস্থা করেন মেয়র। এছাড়া সার্বক্ষণিক তিনি কাউন্সিলর পিন্টুর খোঁজখবর রাখছেন তিনি। #(প্রেস বিজ্ঞপ্তি )#

Comments are closed, but trackbacks and pingbacks are open.