উদয়ন ঘোষ সর্বকালের রেকর্ড ভেঙে তছনছ করে দিলেন

বিশেষ (ভারত) প্রতিনিধি: দিনহাটায় তৃণমূল প্রার্থী উদয়ন ঘোষ সর্বকালের রেকর্ড (WB Bypoll Result Dinhata) ভেঙে তছনছ করে ছিনিয়ে নিলেন জিৎ। কয়েক মাস আগে হেরেছিলেন মাত্র ৫৭ ভোটে।
উপ-নির্বাচনে যখন উত্তর ফেরানোর অবকাশ এল, কামারের এক ঘা দিলেন উদয়ন। দিনহাটায় উদয়ন জিতেছেন ১ লক্ষ ৬৩ হাজার ৫ টি ভোটে। ১৯ রাউন্ড গণনার শেষে বিজেপি ভোট পেয়েছে ২৫ হাজার ৩০০ ভোট। ফরোয়ার্ড ব্লক ভোট পেয়েছেন ৬ হাজার ২৫৮টি।
তথ্য বলছে, মন্তেশ্বরে তৃণমূল প্রার্থী সজল পাঁজার জয়ের ব্যবধান ছিল এ যাবৎ উপনির্বাচনে জয়ের রেকর্ড। ১ লাখ ৩ হাজার এর মত ব্যবধান ছিল। সেই ব্যবধান আজ ধুয়েমুছে সাফ দিনহাটায় উদয়ন ১ লাখ ৬৩ হাজার ৫ ভোটে জয়ী। এমনকি গোসাবার তৃণমূল প্রার্থী সুব্রত মণ্ডলও জিতেছেন লক্ষাধিক ভোটে৷
জয়ের পরেও চোখে মুখে উচ্ছ্বাস নেই উদয়ন ঘোষের। তবে আত্মবিশ্বাস ফুটে উঠছে কথায়। বললেন,  দিনহাটাবাসীর কাছে ঋণ আরও বাড়ল। শোধ করার চেষ্টা করব কাজে দিয়ে। নিশীথ প্রামাণিক ধুয়েমুছে সাফ হয়ে গিয়েছে। এবার ২৩টা বুথে এজেন্ট দিতে পেরেছিল। ২০২৪ এ পারবে না।
দিনহাটার জয়ে তৃপ্ত ফিরহাদ হাকিমও। বলছেন, “দিনহাটায় সীমান্ত এলাকায় ঘুরেছি। মানুষের উৎসাহটা দেখেছি। বিজেপির অস্তিত্বই নেই। উত্তরবঙ্গে বিজেপি বাংলা ভাগের চেষ্টা করছিল। তার উত্তর ফিরিয়েছে সাধারণ মানুষ।”
সংবাদ প্রেরক বিটিসি নিউজ (বাংলাদেশ) এর বিশেষ (ভারত) প্রতিনিধি রাজশ্রী বন্দ্যোপাধ্যায়। # 

Comments are closed, but trackbacks and pingbacks are open.