উদ্বোধন হয়ে গেল ৪৬তম আন্তর্জাতিক কলকাতা পুস্তক মেলা

কলকাতা (ভারত) প্রতিনিধি: আজ কলকাতার স্থায়ী বিশ্ববাংলার প্রাঙ্গনে উদ্বোধন হয়ে গেল ৪৬তম আন্তর্জাতিক পুস্তক মেলা। মেলার উদ্বোধন করেন পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
অনুষ্ঠানে বর্ষীয়ান সাহিত্যিক শীর্ষেন্দু মুখোপাধ্যায়কে বিশেষ ভাবে সম্মানিত করা হয়। এইবারের মেলার থিম স্পেন।
গত দু-বছর করোনার জন্য তেমন ভাবে মেলা অনুষ্ঠিত হতে পারেনি। গতবছর অনেক বিধিনিষেধ মেনে মেলা হলেও তার আগের বছর মেলার অনুমতি ছিল না। স্বভাবতই এই বছরে মেলার উন্মাদনা বিগত বছর গুলোকে ছাপিয়ে যাবে বলে উদ্যোগ দাতাদের আশা।
এবছর মেলাতে বাংলাদেশ,থাইল্যান্ড সহ ইউরোপ ও আমেরিকার বিভিন্ন দেশ অংশগ্রহণ করেছেন।
পাশাপাশি পশ্চিমবঙ্গের পাশাপাশি রাজ্য কর্ণাটক, অসম, ত্রিপুরা সহ বেশ কয়কটি রাজ্য অংশগ্রহণ করেছেন।
মেলা চলবে আগামী ১২ই ফেব্রুয়ারি পর্যন্ত।
মেলাতে কোনও প্রবেশ মূল্য থাছে না।থাকছে সরকারি বিশেষ বাস পরিশেবা।
সকাল ১২টা থেকে শুরু করে রাত ৮টা পর্যন্ত মেলা চলবে।
মেলা চলাকালীন বিশেষ সাহিত্যসভা সহ নানা রাজ্যের সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
মেলার উদ্বোধন করতে গিয়ে মুখ্যমন্ত্রী ছাত্র যুব সমাজের উদ্দেশ্য করে বলেন কম্পিউটার ইন্টারনেটের পাশাপাশি যেন এই মেলাকেও প্রাণবন্ত করে তোলে এবং বেশিকরে অংশগ্রহণ করে।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ (বাংলাদেশ) এর কলকাতা (ভারত) প্রতিনিধি স্বপন দেব। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.