উদযাপনে ‘বিদ্রুপ’ নয়, রোনালদোকে ভালোবাসার অর্ঘ্য দিয়েছেন হয়লুন

বিটিসি স্পোর্টস ডেস্ক: ক্রিস্তিয়ানো রোনালদোকে স্বাক্ষী রেখে, তার হৃদয় ভেঙে, তার গোটা দলকে হতাশায় ডুবিয়ে ‘Siuuu’ উদযাপন! পর্তুগালের বিপক্ষে ডেনমার্কের জয়ের চেয়েও বেশি আলোড়ন তুলেছে গাসমুস হয়লুনের উদযাপন।
রোনালদোর সামনে তার মতো উদযাপন করে তাকে কটাক্ষ বা উপহাস করেছেন, এমন কথাও ছড়িয়ে পড়েছে সামাজিক মাধ্যমে। হয়লুনের তাতে জিভে কামড় দেওয়ার অবস্থা। যাকে তিনি আদর্শ মানেন, যাকে তিনি মনে করেন নিজের সবকিছু, তাকে নিয়ে কেন মজা নেবেন!
নেশন্স লিগের কোয়ার্টার-ফাইনালের প্রথম লেগে বৃহস্পতিবার ৭৮তম মিনিটে হয়লুনের গোলেই ডেনমার্ক হারিয়ে দেয় পর্তুগালকে। গোলের পর মাঠের একপ্রান্তে ছুটে গিয়ে ‘Siuuu’ উদযাপন করেন এই ফরোয়ার্ড। যে উদযাপন রোনালদোর প্রতীকী হয়ে উঠেছে অনেক দিন ধরেই।
সেই উদযাপনের ছবি, ভিডিও ছড়িয়ে পড়েছে সামাজিক মাধ্যমে। আলোচনা চলছে তুমুল। তবে ডেনমার্কের টিভি২ কে হয়লুন নিশ্চিত করে দিয়েছেন, এই উদযাপন ছিল রোনালদোর প্রতি তার ভালোবাসার প্রকাশ।
“এটা (উদযাপন) আমার আদর্শ ফুটবলারের জন্য। তাকে বিদ্রূপ করা বা এই ধরনের কোনো ব্যাপার এখানে ছিল না। আমার ওপর এবং আমার ফুটবল ক্যারিয়ারে তার প্রভাব বিশাল। কিছুটা পরস্পরবিরোধী ব্যাপার হতে পারে এখানে। তবে তার ও পর্তুগালের বিপক্ষে গোল করা আমার জন্য অনেক বড় ব্যাপার।”
“২০১১ সালে ফ্রি কিক থেকে তার একটি গোল মনে পড়ছে আমার। ম্যাচটি দেখতে গিয়েছিলাম আমি এবং সেদিন থেকেই আমি তার প্রবল ভক্ত।”
রোনালদোর প্রতি তার অনুরাগের কথা অবশ্য আগেও নানা সময়ে বলেছেন হয়লুন। ২২ বছর বয়সী ফরোয়ার্ড পুরোনো একটি সাক্ষাৎকারে বলেছিলেন, রোনালদোকে দেখেই তিনি ফুটবলে এসেছেন।
“ক্রিস্তিয়ানো আমার কাছে সবকিছু। আমি ফুটবলের প্রেমে পড়েছি ক্রিস্তিয়ানোর কারণে, ইউনাইটেডের ভক্ত হয়েছি ক্রিস্তিয়ানোর কারণে, নিজে অনুশীলন শুরু করেছি ক্রিস্তিয়ানোর কারণে, প্রতিদিন বিছানায় যাওয়ার আগে পুশ-আপ ও সিট-আপ দেওয়া শুরু করেছি ক্রিস্তিয়ানোর কারণে, কারণ আমি ক্রিস্তিয়ানোর মতে হতে চেয়েছি।”
রোনালদোর পথ ধরেই ২০২৩ সালে ম্যানচেস্টার ইউনাইটেডে নাম লিখিয়েছেন হয়লুন। সেখানে অবশ্য প্রত্যাশার প্রতিদান সেভাবে দিতে পারেননি এখনও। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.