উত্তেজনার মধ্যেই কৃষ্ণসাগরে রুশ যুদ্ধজাহাজ

(উত্তেজনার মধ্যেই কৃষ্ণসাগরে রুশ যুদ্ধজাহাজ–ছবি: সংগৃহীত)
বিটিসি আন্তর্জাতিক ডেস্ক: দুটি রুশ যুদ্ধজাহাজ কৃষ্ণসাগরের পথে বসফরাস প্রণালী অতিক্রম করেছে। এছাড়া ১৫টি ছোট নৌযানও সাগরে স্থানান্তরিত হয়েছে। পশ্চিমা দেশগুলো ও ইউক্রেনের সঙ্গে সম্পর্কে উত্তেজনার মধ্যেই মস্কো তার নৌ উপস্থিতি বাড়িয়েছে।

বার্তা সংস্থা রয়টার্সের খবর বলছে, ইউক্রেনের সীমান্তে রাশিয়ার বিপুল সেনা জমায়েতের পাশাপাশি নৌশক্তিও প্রদর্শন করা হচ্ছে।

শীতলযুদ্ধের পরে বর্তমানে রুশ-মার্কিন সম্পর্কে চরম অবনতি ঘটেছে। গত সপ্তাহে রাশিয়ার কড়া প্রতিবাদের মুখে কৃষ্ণসাগরে যুদ্ধজাহাজ মোতায়েন বাতিল করেছে যুক্তরাষ্ট্র।

অপতৎপরতার অভিযোগে যুক্তরাষ্ট্র থেকে ১০ রুশ কূটনীতিকে বহিষ্কারের জবাবে ১০ মার্কিন কূটনীতিকেও বহিষ্কার করেছে মস্কো।

এদিকে ক্রিমিয়ার নিকটবর্তী বিদেশি যুদ্ধজাহাজের চলাচল সাময়িকভাবে সীমিত করে দিয়েছে রাশিয়া। ২০১৪ সালে ক্রিমিয়াকে নিজ ভূখণ্ডের সঙ্গে একীভূত করে নিয়েছে মস্কো।

ইস্তানবুলে রয়টার্সের প্রতিবেদক দেখেছেন, রাশিয়ার নর্দান ফ্লিটের রোপুচা-শ্রেণির উভচর নৌযান শনিবার বসফরাসের দিকে পারি দিয়েছে। উপকূলীয় হামলার সময় এসব জাহাজ ট্যাংক, সাঁজোয়া যান এবং সেনাসদস্যদের বহন করতে পারে।

এমন এক সময় রাশিয়ার এই দুই যুদ্ধজাহাজের আগমন ঘটেছে, যখন দেশটির বাল্টিক বহরও বসফরাসের দিকে যাওয়ার কথা রয়েছে।

এছাড়া মহড়ার অংশ হিসেবে দেশটির কাসপিয়ান ফ্লোটিলার ১৫টি ছোট নৌযান কৃষ্ণসাগরে স্থানান্তর করা হয়েছে। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.