উত্তাল ভেনেজুয়েলা: মাদুরোকে যুক্তরাষ্ট্রের হুঁশিয়ারি

 

বিটিসি আন্তর্জাতিক ডেস্কভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে ক্ষমতা ছাড়তে হুঁশিয়ারি দিয়েছে ব্রিটেন, জার্মানি, ফ্রান্স, স্পেনসহ ইউরোপের কয়েকটি দেশ। ভেনেজুয়েলায় আটদিনের মধ্যে নির্বাচন অনুষ্ঠানের আলটিমেটাম দিয়েছে দেশগুলো।

ইউরোপের ওই দেশগুলো মাদুরোকে সতর্ক করে দিয়ে বলেছে, ভেনেজুয়েলায় আটদিনের মধ্যে নির্বাচন আয়োজন করতে না পারলে বিরোধীদলীয় নেতা হুয়ান গুইদোকে আনুষ্ঠানিক স্বীকৃতি দেয়া হবে।

সম্প্রতি ভেনেজুয়েলার বিরোধীদলীয় নেতা হুয়ান গুইদো নিজেকে ‘অন্তর্বর্তী প্রেসিডেন্ট’ হিসেবে ঘোষণা দেন। এরপর থেকে চাপে রয়েছেন মাদুরো। ইতোমধ্যে গুইদোকে প্রেসিডেন্ট হিসেবে স্বীকৃতি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। পরে কানাডা, ব্রাজিল, আর্জেন্টিনাসহ আরো কয়েকটি দেশ তাকে স্বীকৃতি দেয়।

এদিকে গুইদো অভুত্থান করার চেষ্টা করছেন বলে অভিযোগ করে যুক্তরাষ্ট্রের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করেছেন মাদুরো। রাশিয়া, চীন, মেক্সিকো, তুরস্কসহ কয়েকটি দেশ মাদুরোর প্রতি সমর্থন জানিয়েছে। #

(সূত্র : আল-জাজিরা, দ্য গার্ডিয়ান)

 

 

 

Comments are closed, but trackbacks and pingbacks are open.