উত্তর প্রদেশে নির্মিত হলো করোনা মাতার মন্দির

কলকাতা (ভারত) প্রতিনিধি: উত্তর প্রদেশে বেআইনি ভাবে অন্যের জমিতে করোনা মাতার মন্দির বানানোর অভিযোগে তা ভেঙে দিয়েছিল পুলিশ। এই কারনে সুপ্রিম কোর্টে গ্রামবাসীরা জনস্বার্থ মামলা দায়ের করে।
গত শনিবার ছিল তার শুনানি। মাননীয় বিচারপতি এস কে কউল ও মাননীয় বিচারপতি এম এম সুন্দ্রেশেরর বেঞ্চ তা সোজাসুজি খারিজ করে দিয়েছেন। পাশাপাশি আবেদনকারী দীপমালা শ্রীবাস্তবকে পাঁচ হাজার টাকা জরিমানা করেছে।
উত্তরপ্রদেশের প্রতাপগড়ে বিতর্কিত যৌথ মালিকানার জমিতে এই মন্দিরটি বানিয়েছিলেন জয়প্রকাশ শ্রী বাস্তব। গত ৭ই জুন মন্দিরটি বানানো হয়,আর ১১ই জুন এসে মন্দিরটি পুলিশ ভেঙে দেয়। তার বিরোধিতা করেই গ্রামবাসীর তরফে মামলা করেন দীপমালা শ্রীবাস্তব।
মাননীয় বিচারপতিদ্বয় শুনানির পরিপ্রেক্ষিতে বলেন, জমিটি বিতর্কিত ছিল বলেই স্থানীয় প্রশাসনের তরফ থেকে মন্দিরটি ভেঙে দেয়। তারপরও জনস্বার্থ মামলা করে আদালতের সময় নষ্ট করা হয়েছে। তাই আবেদনকারিকে পাঁচ হাজার টাকার জরিমানার নির্দেশ দেয় বেঞ্চ।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ (বাংলাদেশ) এর কলকাতা (ভারত) প্রতিনিধি স্বপন দেব। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.