উত্তর চব্বিশ পরগণায় যুগ সাগ্নিকের সাফল্য (ভিডিও)

কলকাতা প্রতিনিধি: গতকাল মঙ্গলবার (৩০ মার্চ) উঃ ২৪ পরগনা জেলার “চলো কবিতার কাছে যাই” শীর্ষক জেলায় জেলায় কবিতার ডাকে এত দূর দূর প্রান্ত থেকে মানুষ এসেছিল, যে ৪.৩০ থেকে ৮.৩০ পর্যন্ত অনুষ্ঠান চলে ৷

বসিরহাট, শ্যামনগর  বারাসাত কাঁচরাপাড়া চাকলা কচুয়া বরাহনগর কিংবা নৈহাটি বরানগর সোদপুর ব্যারাকপুর গোটা উঃ ২৪ পরগনা থেকে কবি বাচিকশিল্পী সঙ্গীত শিল্পীরা এসেছিলেন অনুষ্ঠানে যোগ দিতে ৷

কবিতার তীর্থ ক্ষেত্র শুধু নন্দন নয়, হতে পারে লোক সংস্কৃতি ভবনও গতকাল মঙ্গলবার (৩০ মার্চ) তা প্রমাণ করে দিল যুগ সাগ্নিক ৷ কবিতা জীবনের নাম, বিপ্লবের নাম, হৃদস্পন্দনের নাম কষ্ট একাকিত্ব আবার আশ্রয়ের নাম ৷ তার গন্ডিকে এভাবে মুষ্ঠিবদ্ধ করে রাখা যায় না, এটা যে কৌলিন্য ছাড়া কিছু নয় বলেন “যুগ সাগ্নিক” –এর কর্ণধার শ্রী প্রদীপ গুপ্ত ৷

৭০ জনের বেশি মানুষ অংশ গ্রহণ করেছে গান কবিতার সম্ভার নিয়ে ৷ উঃ ২৪ পরগনার মানুষরা হয়ত নিজেরাই জানত না তাদের আশে পাশে এত মানুষ লেখালেখির সঙ্গে যুক্ত ৷ কবিতার সঙ্গে যুক্ত ৷ যুগ সাগ্নিক এইভাবেই এগিয়ে চলুক ৷ সামনে দঃ ২৪ পরগনার অনুষ্ঠানও একইভাবে সফল হোক ৷
শ্রী প্রদীপ গুপ্ত বলেন কবিতাকে নিয়ে এই পথ চলা চলতে থাকবে ৷ তার সাথে এও ঘোষণা করেন এই প্রক্রিয়াকে সচল রাখার জন্য জেলা ভিত্তিক মুদ্রিত পত্রিকাও প্রকাশিত হবে এইবার থেকে ৷
যুগ সাগ্নিকের জন্য রইল অকুন্ঠ শুভেচ্ছা বিটিসি নিউজের পক্ষ থেকে ৷
সংবাদ প্রেরক বিটিসি নিউজ (বাংলাদেশ) এর বিশেষ (কলকাতা) প্রতিনিধি রাজশ্রী বন্দ্যোপাধ্যায়। # 

Comments are closed, but trackbacks and pingbacks are open.