উত্তর কোরিয়ার সাফ জবাব, ট্রাম্পের সঙ্গে আর আলোচনায় বসবে না

বিটিসি আন্তর্জাতিক ডেস্ক: উত্তর কোরিয়া সাফ জানিয়ে দিয়েছে পিয়ংইয়ংয়ের ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে না নিলে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে আর কোনো আলোচনায় বসবে না

আজ সোমবার (১৮নভেম্বর) এক বিবৃতিতে এ কথা বলেছে উত্তর কোরিয়ার রাষ্ট্রীয় বার্তা সংস্থা কেসিএনএ, তবে উত্তর কোরিয়ার এই বিবৃতির জবাবে এখনও কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানায়নি হোয়াইট হাউস।

বিবৃতিতে কেসিএনএ বলেছে, ‘আমরা এমনি এমনি আর যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনায় বসব না। আমাদের সঙ্গে সংলাপে বসতে হলে পিয়ইয়ংয়ের প্রতি ওয়াশিংটন যে শত্রুতা মুলক আচরণ করছে তা থেকে তাদের বেরিয়ে আসতে হবে।’

এর আগে গত গতকাল রোববার প্রেসিডেন্ট ট্রাম্প উত্তর কোরিয়ার নেতা কিম জং উনকে একটি বার্তা পাঠান। এরপরই এই বিবৃতি দিল কেসিএনএ।

এরও আগে দুইবার মুখোমুখি বৈঠক করেছেন ট্রাম্প ও কিম। কিন্তু কোনো মীমাংসা ছাড়াই শেষ হয়েছে ওই দুটি বৈঠক।

গত ফেব্রুয়ারিতে ভিয়েতনামের হ্যানয়ে বৈঠকে বসেছিলেন ট্রাম্প ও কিম। কিন্তু উত্তর কোরিয়ার দাবি মেনে নিয়ে ট্রাম্প দেশটির ওপর থেকে অর্থনৈতিক নিষেধাজ্ঞা তুলে নিতে রাজি না হওয়ায় কোনো সমঝোতা ছাড়াই শেষ হয় বৈঠকটি। #

 

Comments are closed, but trackbacks and pingbacks are open.