উত্তরা থেকে আগারগাঁও পর্যন্ত আগামী বছরের মধ্যে মেট্রোরেল চালু হবে : ওবায়দুল কাদের

 

বিটিসি নিউজ ডেস্ক: আগামী ২০১৯ সালের মধ্যে উত্তরা তৃতীয় পর্ব থেকে আগারগাঁও পর্যন্ত মেট্রোরেল চালু হবে।
সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের আজ জাতীয় সংসদে সরকারি দলের সদস্য মমতাজ বেগমের এক লিখিত প্রশ্নের জবাবে এ কথা জানান।
তিনি বলেন, ২০২০ সালের মধ্যে মতিঝিল পর্যন্ত সরকার মেট্রোরেল চালু করার সিদ্ধান্ত গ্রহণ করেছে।

সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী বলেন, মেট্রোরেল প্রকল্পের মেয়াদ ২০১২ সালের জুলাই থেকে ২০২৪ সালের জুন পর্যন্ত নির্ধারণ করা হয়েছিল। প্রকল্পটি দ্রুত সম্পাদনের জন্য ২০১৯ সালের ডিসেম্বর পর্যন্ত লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়।

টার্গেট মোতাবেক রাজধানীবাসী মেট্রোরেলে যাতায়াত করতে পারবেন বলে মন্ত্রী আশাবাদ ব্যক্ত করেন।( সূত্র: বাসস )#

Comments are closed, but trackbacks and pingbacks are open.