উত্তরার দিয়াবাড়ীতে বিমান বিধ্বস্তে মাইলস্টোন কলেজের ক্লাসরুম ক্ষতিগ্রস্ত

ঢাকা প্রতিনিধি: রাজধানীর উত্তরায় দিয়াবাড়ীতে বিমানবাহিনীর একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়েছে। সোমবার (২১ জুলাই) বেলা ১টা ৬ মিনিটে মিনিটে বিমানটি উড্ডয়ন করে।
আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিমানটি দিয়াবাড়ীর মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ সংলগ্ন এলাকায় আছড়ে পড়েছে।
এ ঘটনায় একজন নিহত হয়েছেন বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।
এদিকে মাইলস্টোন কলেজের জনসংযোগ কর্মকর্তা শাহ বুলবুল বিটিসি নিউজকে বলেন, ‘বিদ্যালয় শাখার ক্যানটিন লাগোয়া একটি ক্লাসরুম বিমান বিধ্বস্তে ক্ষতিগ্রস্ত হয়েছে। কোনো শিক্ষার্থী হতাহত হয়েছে কিনা তা এখনো জানা যায়নি। নিরাপত্তা বাহিনী পুরো এলাকা ঘিরে রেখেছে। কলেজ কর্তৃপক্ষকেও ঘটনাস্থলে যেতে দেওয়া হচ্ছে না।’
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর ঢাকা প্রতিনিধি মো. লিটন চৌধুরী। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.