উত্তরায় প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত: দগ্ধ ২৭ জনের অধিকাংশই শিক্ষার্থী, অবস্থা আশঙ্কাজনক

ঢাকা প্রতিনিধি: রাজধানীর উত্তরার দিয়াবাড়ি এলাকায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের পাশে একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়ে আগুন লাগার ঘটনায় অন্তত ২৭ জন দগ্ধ হয়েছেন। তাদের জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে।
দগ্ধদের মধ্যে বেশিরভাগই শিক্ষার্থী এবং তাদের অবস্থাও আশঙ্কাজনক বলে জানিয়েছেন কর্তব্যরত চিকিৎসকরা।
জাতীয় বার্ন ইনস্টিটিউটের আবাসিক সার্জন ডা. শাওন বিন রহমান জানান, ‘নারী ও শিশুসহ মোট ২৭ জন দগ্ধ অবস্থায় আমাদের এখানে এসেছে। অধিকাংশই শিক্ষার্থী এবং সবাই আশঙ্কাজনক অবস্থায় রয়েছে। এখনও আরও আহতদের আনা হচ্ছে। জরুরি বিভাগে একটি বিশেষ মেডিকেল টিম তাদের চিকিৎসায় নিয়োজিত রয়েছে।’
আইএসপিআরের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, সোমবার দুপুর ১টা ৬ মিনিটে প্রশিক্ষণ বিমানটি উড্ডয়ন করে এবং কিছুক্ষণ পরই বিধ্বস্ত হয়। দুর্ঘটনার পর মাইলস্টোন স্কুলের হায়দার হল ভবনে আগুন ধরে যায়।
প্রত্যক্ষদর্শীরা জানান, বিকট শব্দের পর হঠাৎ আগুন ছড়িয়ে পড়ে। চারপাশে ছড়িয়ে-ছিটিয়ে পড়া আহতদের দ্রুত অ্যাম্বুলেন্সে করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর ঢাকা প্রতিনিধি মো. লিটন চৌধুরী। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.