উত্তরবাংলা কলেজে দর্শক মাতালেন পশ্চিম বঙ্গের জনপ্রিয় কন্ঠ শিল্পী মেঘলা দাস গুপ্ত

লালমনিরহাট প্রতিনিধি: লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলার কাকিনা উত্তরবাংলা বিশ্ববিদ্যালয় কলেজে ৫ দিনব্যাপী ২৫ বছর পূর্তিতে  রজতজয়ন্তী উদযাপনের ৪র্থ দিনে মঞ্চ মাতিয়ে দর্শকদের মুগ্ধ করেছেন ভারতের পশ্চিম বঙ্গের সারা জাগানো কন্ঠ শিল্পী মেঘলা দাস গুপ্ত।

গতকাল রবিবার (২৯ ডিসেম্বর) রাত ৯টায় উত্তরবাংলা বিশ্ববিদ্যালয় কলেজ মাঠ প্রাঙ্গণে শুরু হয় সাংস্কৃতিক সন্ধ্যা। এতে পশ্চিম বঙ্গের কন্ঠশিল্পি মেঘলা দাস। হিন্দি বাংলা মিলে ১২টি গান পরিবেশন করেন। তার গান শুনে মুগ্ধ হল উপস্থিত হাজারো দর্শক। মেঘলা দাস গুপ্ত  ভারতের বিভিন্ন স্থানে গান গেয়ে বেশ সুনাম অর্জন করেছে।

সাংস্কৃতিক সন্ধ্যার শুরুতেই একটি নাটক পরিবেশন করেন  নাটক ও নাট্যতত্ত্ব বিভাগ চট্রগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।নাটকটির নাম ব্যাঙ।

এর পর গুনিজন সংবর্ধনা অনুষ্ঠিত হয়।এতে ক্রেষ্ট প্রদান করেন অত্র কলেজের প্রতিষ্ঠাতা ড.মোজাম্মেল হক।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, উত্তরবাংলা বিশ্ববিদ্যালয় কলেজের প্রতিষ্ঠাতা বিশিষ্ট অর্থনীতি বীদ প্রফেসর ড. মোজাম্মেল হক, জেলা প্রশাসক মো.আবু জাফর, উপজেলা পরিষদের চেয়ারম্যান মাহবুবুজ্জামান আহমেদ, কলেজ অধ্যক্ষ এ এস এম মনওয়ারুল ইসলাম, স্কটল্যান্ডের শিক্ষক ও ইংলিশ প্রজেক্টের সাবেক ডিরেক্টর আইরিন গ্রাহম, লালমনিরহাট বার্তা‘র সম্পাদক গেরিলা লিডার ড. এস এম শফিকুল ইসলাম কানু,উপজেলা নির্বাহী অফিসার মো.রবিউল হাসান, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান নাজনীন রহমান,কাকিনা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান শহিদুল হক প্রমুখ।

সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর লালমনিরহাট প্রতিনিধি হাসানুজ্জামান হাসান। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.