উত্তরবঙ্গের সঙ্গে ঢাকার রেল যোগাযোগ স্বাভাবিক : রেলসচিব

বিটিসি নিউজ ডেস্ক:  উত্তরবঙ্গের সঙ্গে প্রায় আড়াই ঘণ্টা রেল যোগাযোগ বিচ্ছিন্ন থাকার পর আবার তা স্বাভাবিক অবস্থায় ফিরে এসেছে। এ তথ্য জানিয়েছেন রেলসচিব মো: মোফাজ্জেল হোসেন।

তাৎক্ষণিক ব্যবস্থা গ্রহণ করে লাইনচ্যুত বগিটিকে যথাস্থানে নেওয়া হয়। এজন্য প্রায় ২ ঘন্টা সময় লাগে। তারপর রেল যোগাযোগ স্বাভাবিক হয়।

উল্লেখ্য:  আজ শুক্রবার দুপুর ১টা ৫০ মিনিটের দিকে সেতু পূর্ব রেলব্রিজের কাছে এ ঘটনা ঘটে। এ ঘটনায় উত্তরবঙ্গগামী ধুতকেতু এক্সপ্রেস ট্রেন আটকা পড়ে। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.