BTC News | বিটিসি নিউজ

আজ- সোমবার, ২২শে ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ, ৭ই পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ, ২রা রজব, ১৪৪৭ হিজরি

আজ- ২২শে ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

উড়ন্ত জয়ে কনফারেন্স ট্রফির স্বাদ নিয়ে প্রথমবার কাপ ফাইনালে মেসিরা

উড়ন্ত জয়ে কনফারেন্স ট্রফির স্বাদ নিয়ে প্রথমবার কাপ ফাইনালে মেসিরা

বিটিসি স্পোর্টস ডেস্ক: একেকটি ম্যাচ যেন নতুন ইতিহাসের সীমানা। অপ্রতিরোধ্য গতিতে ছুটতে থাকা ইন্টার মায়ামি পৌঁছে গেল আরেকটি প্রথম অর্জনের ঠিকানায়। প্রথমবার কনফারেন্স সেমি-ফাইনাল হয়ে প্রথমবার ফাইনালে উঠে প্রথমবার ইস্টার্ন কনফারেন্সের ট্রফিও জিতে গেল তারা। লিওনেল মেসিদের সামনে এবার হাতছানি প্রথমবার এমএলএস কাপ জয়ের।

মেজর লিগ সকারের ইস্টার্ন কনফারেন্সের প্লে-অফ ফাইনালে নিউ ইয়র্ক সিটিকে ৫-১ গোলে বিধ্বস্ত করে কনফারেন্স ট্রফি জিতে নিয়েছে ইন্টার মায়ামি। এই জায়গা করে নিয়েছে তারা এমএলএস কাপের লড়াইয়ে।

মেজর লিগ সকারের ট্রফির মূল লড়াই এটিই। ইস্টার্ন কনফারেন্সের ট্রফি জয়ী মায়ামি মুখোমুখি হবে ওয়েস্টার্ন কনফারেন্সের ফাইনাল জয়ী ভ্যানকুভার হোয়াইটক্যাপসের।

নিউ ইয়র্কের বিপক্ষে বাংলাদেশ সময় রোববার সকালে ম্যাচটিতে ফেভারিট হয়েই নেমেছিল মায়ামি। যে ধরনের ফর্মে তারা আছে, তাদের বিশাল জয়ও আদতে চমকপ্রদ নয়। তবে বিস্ময়কর হলো, পাঁচ গোলের একটিও করতে পারেননি অসাধারণ ফর্মে থাকা মেসি!

মেসি গোল না পেলেও তার স্বদেশীরা ছিলেন দারুণ উজ্জ্বল। দারুণ এক হ্যাটট্রিক উপহার দেন তাদেও আইয়েন্দে। কনফারেন্স সেমি-ফাইনালেও দুটি গোল করেছিলেন ২৬ বছর বয়সী আর্জেন্টাইন উইঙ্গার। সেল্তা ভিগো থেকে ধারে খেলতে আসা এই ফুটবলার প্লে-অফে আট গোল করে স্পর্শ করলেন রেকর্ড।

১৯ বছর বয়সী আর্জেন্টাইন মাতো সিলভেতিও করেন গোল। দলের অন্য গোলটি করেন ভেনেজুয়েলার তেলাস্কো সেগোভিয়া।

মেসির একদমই ভূমিকা থাকবে না, তা তো আর হয় না। কনফারেন্স ফাইনালের আগেই প্লে-অফে গোল করে গোল ও অ্যাসিস্টের সম্মিলিত রেকর্ড গড়েছিলেন মায়ামি অধিনায়ক। কাপ ফাইনালে গোল না পেলেও একটি অ্যাসিস্ট ঠিকই ছিল তার।

কনফারেন্স ফাইনালে ১৪ ও ২৩ মিনিটেই দুই গোল করে মায়ামিকে এগিয়ে দেন আইয়েন্দে। প্লে-অফে এই প্রথম গোল হলো মায়ামির, যেখানে মেসির কোনো ছোঁয়া নেই। প্রথমার্ধে একটি গোল শোধ করে নিউ ইয়র্ক। পরে ৬৭তম মিনিটে সিলভেতির গোলে আবার বাড়ে ব্যবধান।

শেষ দিকে সেই ব্যবধান কেবল বাড়তেই থাকে। ৮৩তম মিনিটে গোল করেন সেগোভিয়া। ৮৯তম মিনিটে হ্যাটট্রিক পূর্ণ করেন আইয়েন্দে। প্লে-অফে আট গোল করে স্পর্শ করেন ২০০২ সালে লস অ্যাঞ্জেলস গ্যালাক্সির কার্লোস রুইসের রেকর্ড।

কনফারেন্স ফাইনাল জয়ের পর এবার মূল ট্রফির লড়াই। আগামী শনিবার ম্যাচটি হবে মায়ামির মাঠেই। নিয়মিত মৌসুমে তারা নিজেদের কনফারেন্সে পয়েন্টে এগিয়ে ছিল ভ্যানকুভারের চেয়ে। ফাইনালে যে দলই জিতুক, প্রথমবার এমএলএস কাপ জয়ের স্বাদ পাবে তারা। #

এইরকম আরও খবর

সর্বশেষ খবর

ব্রেকিং নিউজ
লাওসের জ্বালানি রুট বন্ধ করে দিলো থাইল্যান্ড বাবাকে হয়তো আর কখনো দেখতে পাবো না : ইমরান খানের দুই ছেলে জ্ঞানের শক্তিকে সততার সাথে ব্যবহার করতে হবে – শিক্ষা উপদেষ্টা বিএনপি ক্ষমতায় গেলে অস্বচ্ছল পরিবারকে ফ্যামিলি কার্ড দেওয়া হবে : মিল্লাত জীবনের ভালো মন্দ নিয়ে খোলামেলা জেনিফার যে দেশে লোক পাঠাতে যাই, প্রথম কথা তোমাদের কাগজপত্র সব জাল : প্রধান উপদেষ্টা ইতালিতে গেলে গর্বে বুকটা ফুলে ওঠে, কিচেন স্টাফরা সবাই বাংলাদেশি : প্রধান উপদেষ্টা মিয়ানমারে সিমেন্ট বোঝাই দুটি বোটসহ ২৩ চোরাকারবারি আটক সেন্টমার্টিনে অবৈধ ট্রলিং বোটসহ আটক-১৬ জেলে শীর্ষ ধনী পরিবারের বউ হয়েও সাধারণ কেন ঈশিতা?