উজিরপুর প্রতিনিধি:বরিশাল জেলার উজিরপুর পৌর বিএনপি’র উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ২৬ মার্চ বুধবার বিকাল ৪ টায় পৌর সদরের শেরে বাংলা বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের মাঠে এ ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।
পৌর বিএনপির আহ্বায়ক মোঃ শহিদুল ইসলাম খানের সভাপতিত্বে ও সদস্য সচিব মোঃ রোকনুজ্জামান টুলুর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আলী সুজা।
এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির যুগ্ম -আহ্বায়ক সরদার মো: ছিদ্দিকুর রহমান, পৌর বিএনপির সাবেক সভাপতি মো: মহসিন ফকির, পৌর বিএনপির যুগ্ন-আহবায়ক রাজ্জাক সরদার, মো: গিয়াস উদ্দিন আকন, মো: নজরুল ইসলাম হাওলাদার, মো: হেমায়েত উদ্দিন খলিফা, সদস্য মো:আনোয়ার হোসেন খান, উজিরপুর সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো: শাহ আলম, শেরে বাংলা বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো:মিজানুর রহমান, বরিশাল জেলা ইসলামী যুব আন্দোলনের মুক্তিযুদ্ধা বিষয়ক সম্পাদক ডিএম আলামিন, ইসলামী আন্দোলন বাংলাদেশ পৌর শাখার সভাপতি মুফতি আ: আজিজ, পৌর যুবদলের আহবায়ক মো: সাহাবদ্দিন আকন সাবু, সদস্য সচিব মো: হাফিজুর রহমান প্রিন্স, পৌর সেচ্ছাসেবক দলের আহবায়ক মো: মিলন হোসেন হাওলাদার, সদস্য সচিব মো: জুম্মান সিকদার মোতালেব, পৌর কৃষক দলের আহবায়ক মো: মাছুম বিল্লাহ, সদস্য সচিব মো: নাসির উদ্দিন বালী, পৌর মহিলা দলের সভাপতি মাকসুদা আক্তার শিল্পী, পৌর ছাত্র দলের আহবায়ক মো: আলাউদ্দির বেপারী, সাবেক ছাত্র দল ও বর্তমান যুবদল নেতা মো: শাহাদুজ্জামান কমরেড।
আরো উপস্থিত ছিলেন পৌর বিএনপি, ওয়ার্ড বিএনপির সহ অঙ্গ সহযোগী সংগঠনের নেতা-কর্মী এবং প্রীন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক বৃন্দ।
Comments are closed, but trackbacks and pingbacks are open.