উজিরপুর পৌরসভায় ভূমিহীন ও গৃহহীন যাচাই বাছাই সম্পন্ন

উজিরপুর প্রতিনিধি: “মুজিববর্ষের অঙ্গিকার, গৃহহীন থাকবেনা কেউ আর” এই স্লোগানকে সামনে রেখে বরিশালের উজিরপুরে সরাসরি উপজেলা প্রশাসন পৌরসভার ০৯ টি ওয়ার্ডের ভূমিহীন ও গৃহহীন যাচাই-বাছাই সম্পূর্ণ করেছে।
বুধবার সকাল সাড়ে ১০ টায় পৌরসভার কার্যালয়ে পৌর মেয়র মোঃ গিয়াস উদ্দিন বেপারির সভাপতিত্বে যাচাই-বাছাই শুরু করে উপজেলা প্রশাসন।
সভায় বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আঃ মজিদ সিকদার বাচ্চু, উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারিহা তানজিন, সহকারী কমিশনার ভূমি জয়দেব চক্রবর্তী, প্রাণী সম্প্রসারন কর্মকর্তা ডাঃ সব্যসাচী, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা প্রকৌশলী অয়ন সাহা প্রমুখ।
এসময় পৌরসভার ০৯ টি ওয়ার্ডের দুইশাতাধিক ভূমিহীন ও গৃহহীন ব্যক্তি যাচাই-বাছাইতে অংশগ্রহণ করে। তাদের প্রত্যককে পৃথক পৃথকভাবে সাক্ষাৎ কারের মাধ্যমে ভূমিহীন ও গৃহহীন যাচাই বাছাই করা হয়েছে।
এসময় মুক্তিযোদ্ধা, রাজনৈতিক, শিক্ষক ও সাংবাদিক প্রতিনিধিদের উপস্থিতিতে যাচাই-বাছাই করা হয়েছে।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর উজিরপুর প্রতিনিধি আঃ রহিম সরদার। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.