উজিরপুর পৌরসভায় কোটি টাকা ব্যয়ে তিনটি রাস্তার উদ্বোধন করেন মেয়র

উজিরপুর প্রতিনিধি: বরিশালের উজিরপুর পৌরসভার আইইউআইডিপি-২ কর্তৃক কোটি টাকা ব্যয়ে তিনটি রাস্তার ভিত্তিপ্রস্তর উদ্বোধন করলেন পৌর মেয়র মোঃ গিয়াস উদ্দিন বেপারী।
রবিবার বেলা ১১টায় প্রথমে পৌরসভার টেম্পু স্টান্ড থেকে বাংলালিংক মোড় পর্যন্ত, উজিরপুর বাজার পোষ্ট অফিস থেকে সবুজ সিকদারের বাড়ি পর্যন্ত এবং উপজেলা মুক্তিযোদ্ধা চত্বর থেকে কালিরবাজার ভিআইপি রোড পর্যন্ত আরসিসিকরণ কাজের ভিত্তিপ্রস্তর উদ্বোধন করেন।
এ সময় উপস্থিত ছিলেন সহকারী প্রকৌশলী মোঃ নিয়াজুর রহমান, পৌর সচীব মোঃ ফারুক হোসেন, প্যানেল মেয়র রিপন মোল্লা, কাউন্সিলর মোঃ মজিবুর রহমান, সামসুন্নাহার আক্তার সীমা, আঁখি খানম, বীর মুক্তিযোদ্ধা আক্রাম হোসেন, এ্যাডঃ আমির হোসেন মিয়া, ঠিকাদার লিটন মিঞা প্রমূখ।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর উজিরপুর প্রতিনিধি আঃ রহিম সরদার। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.