উজিরপুর পৌরসভার গুরুত্বপূর্ণ সড়কের বেহাল দশা – দ্রুত সংস্কারের দাবী পৌরবাসীর

উজিবপুর প্রতিনিধি: বরিশাল জেলার উজিরপুর পৌরসভার এক ও দুই নং ওয়ার্ডের ৩৫০ মিটার দৈর্ঘ্য ৮ ফুট প্রস্থ রাস্তাটির চরম বেহাল দশা। রাস্তাটির মধ্যে খানা খন্দে ভরা। অধিকাংশ সড়কের ইট সড়ে গিয়ে বড় বড় গর্তে পরিণত হয়ে চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে।
উজিরপুর উপজেলা সদরের স্বাস্থ্য কমপ্লেক্স থেকে ইচলাদী ও মাদার্সি হয়ে সোনার বাংলা বাজার, স্কুল সড়কের এটি।
সোনার বাংলা স্কুল ও বাজার থেকে স্বাস্থ্য কমপ্লেক্স ও উপজেলা সদরে আসার একমাত্র সড়কটি প্রায় দৈর্ঘ্য ৬ কিলো মিটার এর মধ্যে ৩৫০ মিটার উজিরপুর পৌরসভার অন্তর্গত কিন্তু এই ওয়ার্ডটির একটি গুরুত্বপূর্ণ সড়ক হওয়া সত্বেও পৌরসভার স্থাপিত হওয়ার পূর্বে নির্মিত সড়ক টি কখনো সংস্কার করা হয়নি বলে দাবি স্থানীয়দের।
কলেজ শিক্ষক প্রভাষক বিপ্লব হাজারী বিটিসি নিউজকে জানান, এই রাস্তাটি পাকা করনের জন্য কয়েকবার আবেদন করে ব্যর্থ হয়েছি আমরা।
এ বিষয়ে পৌরসভার বাসিন্দা সেনাবাহিনীর সিনিয়র ওয়ারেন্ট অফিসার মোঃ মাসুদ রানা সিপাই বিটিসি নিউজকে জানান, উজিরপুর পৌরসভার গুরুত্বপূর্ণএকটা ওয়ার্ড হওয়া সত্বেও রাস্তাঘাট সহ কোন পৌর সুবিধা পাচ্ছে না এখানকার বাসিন্দারা। আমরা পৌরকর দিয়ে থাকি কিন্তু কোন সুবিধা পাচ্ছিনা।
তার চেয়ে ইউনিয়ন পরিষদের সুযোগ-সুবিধা অনেক বেশি।
এ বিষয়ে পৌর প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আলী সুজা বিটিসি নিউজকে জানান, আমি রাস্তাটি সংস্কারের একটি আবেদন পেয়েছি অতি দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর উজিরপুর (বরিশাল) প্রতিনিধি আ: রহিম সরদার। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.