উজিরপুর পৌরসভায় নিয়ম না মেনে রাস্তা কেটে বহুতল ভবন নির্মান, কাজ বন্ধের নির্দেশ

উজিরপুর প্রতিনিধি: বরিশালের উজিরপুরের পৌরসদরে ৫ নং ওয়ার্ডে কলেজ গেট-কালির বাজার রোডে সদ্য নির্মিত সরকারী আরসিসি ঢালাই রাস্তা কেটে নিয়ম না মেনে বহুতল ভবন নির্মাণ করছেন প্রবাসী মাহাবুব সিকদার।
১১ সেপ্টেম্বর সোমবার সকাল থেকে ভেকু দিয়ে মাটি কাটা শুরু করে চার দিকে টিন দিয়ে ঢেকে রাখে,যাতে কেউ দেখতে না পায়। রাস্তা ভেঙে যাওযার উপক্রম হলে স্থানীয়রা বিষয়টি পৌর সভায় অবহিত করে।
বিকাল ৬ টায় উজিরপুর পৌরসভার নির্বাহী কর্মকর্তা মোঃ ফারুক হোসেন ঘটনা স্থলে উপস্থিত হয়ে মৌখিক ভাবে কাজ বন্ধের নির্দেশ দেন। এ সময় উপস্থিত ছিলেন পৌরসভার ৫ নং ওয়ার্ড কাউন্সিলর মোঃ মজিবুর রহমান, ৪ নং ওয়ার্ড কাউন্সিলর মোঃ নজরুল ইসলাম মামুন,৩ নং ওয়ার্ড কাউন্সিলর মোঃ নাসির সিকদার, সহকয়েক শত স্থানীয় উৎসুক জনতা উপস্থিত ছিলেন।
এদিকে ভেকু দিয়ে মাটি কাটার কারণে নির্মান ধীন ভবনের পূর্ব পাশ্বের শহীদ সরদার,দক্ষিণ পার্শে হিরণ হাং এর ভবন এবং পশ্চিম পাশ্বে মালেক একাউন্টেন্ড এর কবর স্থান ভেঙে পড়ার উপক্রম হয়েছে।
এ ব্যাপারে নির্মানধীন ভবনের মালিক মাহাবুব সিকদার জানান, সরকারী রাস্তা পর্যন্ত মাটি কাটা আমার ভুল হয়েছে।
পৌর নির্বাহী কর্মকর্তা মোঃ ফারুক হোসেন বিটিসি নিউজকে জানান, ভবনের নীতিমালা না মেনে নির্মান কাজ শুরু করেছেন মৌখিক ভাবে তাদেরকে কাজ বন্ধের নির্দেশ দেওয়া হয়েছ। আগামী দিন লিখিত ভাবে কাজ বন্ধের নোটিশ দেয়া হবে।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর উজিরপুর প্রতিনিধি আ: রহিম সরদার। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.