উজিরপুর থানায় ঢুকে পুলিশের উপর হামলা, গ্রেফতার-৫

উজিরপুর প্রতিনিধি: উজিরপুর থানায় ঢুকে ইভটিজারকে মারধরের চেষ্টা, বাধা দিলে পুলিশের উপর হামলায় ৩ পুলিশ সদস্য আহত, ৫ হামলাকারীকে আটক করেছে পুলিশ। এ ঘটনায় উজিরপুর মডেল থানায় অভিযুক্তদের বিরুদ্ধে মামলার প্রস্তুতি চলছে।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, আজ সোমবার (১১ জানুয়ারী) দুপুরে ইচলাদী বাসস্টান্ডে আজিজ ফকিরের ছেলে নোমান ফকির অনিক (২৪) কে ইভটিজিং এর অভিযোগে ইভিটিজিং এর শিকার মেয়ের অভিভাবকরা ওই ছেলের পিতার ব্যবসায়িক প্রতিষ্ঠানে এসে হামলা চালায়।
এ সময় স্থানীয়রা পুলিশকে খবর দিলে নোমান ফকির অনিককে গ্রেফতার করে থানায় নিয়ে আসে পুলিশ।
ওইদিন দুপুর আড়াইটায় ইভটিজিং এর শিকার শিক্ষার্থীর ভাই মুন্ডপাশা গ্রামের রাজ্জাক হাওলাদারের ছেলে সজিব হাওলাদার (২৪), মাইনুল ইসলাম রাজীব (২৭), সালাম শেখের ছেলে হাসান শেখ (২৬), মোতালেব খানের ছেলে সাইফুল ইসলাম (২৫), শহিদ হাওলাদারের ছেলে সজল হাওলাদার (২৯)সহ ৬/৭ জন থানায় ঢুকে ইভটিজার নোমান ফকির অনিক এর উপর হামলা চালায়।
এ সময় কর্তব্যরত এস.আই সুদেব ও এস.আই মাহাবুব এবং এ.এস.আই হাসান তাদেরকে বাধা দিলে ক্ষিপ্ত হয়ে পুলিশের উপর হামলা চালায়। এ সময় ৫জন হামলাকারীকে আটক করে।
এ ব্যাপারে মডেল থানার অফিসার ইনচার্জ জিয়াউল আহসান বিটিসি নিউজ এর প্রতিবেদককে জানান, একটি বিচ্ছিন্ন ঘটনা তবে কেউই আইনের উর্ধ্বে নয়। উর্ধ্বতন কর্তৃপক্ষকে বিষয়টি অবহিত করা হয়েছে। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর উজিরপুর প্রতিনিধি আঃ রহিম সরদার। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.