উজিরপুরে ৫৫ হাজার শিক্ষার্থীদের বিনামূল্যে বই বিতরণ’র উদ্বোধন করেন : মোঃ শাহে আলম এমপি

উজিরপুর প্রতিনিধি: বরিশালের উজিরপুরে বছরের প্রথম দিনে ৫৫হাজার শিক্ষার্থীর হাতে সরকারের বিনামূল্যে নতুন বই বিতরণের উদ্বোধন করেন বরিশাল-২ আসনের সংসদ সদস্য মোঃ শাহে আলম।

আজ বুধবার (১ জানুয়ারী) সকালে উজিরপুর সরকারি ডব্লিউ বি মাধ্যমিক বিদ্যালয় সভাকক্ষে বই বিতরন কালে তিনি বলেন বিদ্যালয়গুলোতে সকল কোচিং বানিজ্য, প্রশ্নপত্র ফাঁস ও জালিয়াতি চক্রের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহনের হুশিয়ারি দেন তিনি।

শিক্ষার মান পরিবর্তন করতে হলে সকল শিক্ষকদের বিদ্যালয়ে সঠিক পাঠদানের অনুরোধ করেন।

অতিরিক্ত দায়িত্বপ্রাপ্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা ইসরাত জাহান এর সভাপতিত্বে বই বিতরণ উদ্বোধনী সভায় বিশেষ অতিথির বক্তৃতা করেন উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও জেলা পরিষদ সদস্য এস.এম জামাল হোসেন, সাধারন সম্পাদক ও পৌর মেয়র মোঃ গিয়াস উদ্দিন বেপারী, ওসি মোঃ জিয়াউল আহসান, মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ শহিদুল হক, প্রাথমিক শিক্ষা অফিসার তাসলিমা বেগম প্রমুখ।

এ সময় মাধ্যমিক সেক্টরে ২৯ হাজার ও প্রাথমিক পর্যায়ে ২৬ হাজার শিক্ষার্থীদের মাঝে বই বিতরণের উদ্বোধন করেন প্রধান অতিথি।

সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর উজিরপুর প্রতিনিধি আঃ রহিম সরদার। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.