উজিরপুরে ৩ লক্ষ মিটার অবৈধ জাল উদ্ধার, ১ জনকে সাজা প্রদান

উজিরপুর প্রতিনিধি: বরিশালের জেলার উজিরপুরে ৩ লক্ষ মিটার কারেন্ট জাল উদ্ধার করে ১জনকে এক বছরের সাজা প্রদান করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারিহা তানজিন।
১৬ জানুয়ারী সোমবার সন্ধ্যায় গোপন সংবাদের ভিত্তিতে উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারিয়া তানজিন,মৎস্য কর্মকর্তা মোঃ সাইদুজ্জামান ও উজিরপুর মডেল থানার এস.আই নজরুল ইসলামসহ একদল চৌকস পুলিশের নেতৃত্বে পৌরসভার ৬নং ওয়ার্ড সিকদারপাড়া এলাকার আলমগীর শিকদারের বাড়িতে অভিযান চালিয়ে ৩ লক্ষ মিটার কারেন্ট জাল উদ্ধার করা হয় এবং আলমগীর শিকদারের ছেলে আব্দুর রহিম সিকদার (৪০)কে গ্রেফতার করে।
এ সময় অবৈধ কারেন্ট জাল বিক্রির মুল হোতা করিম সিকদার পালিয়ে যায়।
এরপর উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয় অভিযুক্ত রহিম সিকদারকে এক বছরের বিনাশ্রম সাজা প্রদান করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারিহা তানজিন। এছাড়া জব্দকৃত জাল আগুনে পুড়ে ফেলা হয়েছে।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর উজিরপুর প্রতিনিধি আ: রহিম সরদার। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.