উজিরপুরে ৪ হাজার গাছের চারা রোপনের উদ্বোধন করেন – ইউএনও

উজিরপুর প্রতিনিধি: বরিশালের উজিরপুর উপজেলা প্রশাসন ও বন বিভাগ এর উদ্যোগে রাস্তার দুই ধারে ফলজ,বনজ ও ঔষধি ৪ হাজনর গাছের চারা রোপন কার্যক্রমের শুভ উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ সাখাওয়াত হোসেন।
আজ সোমবার (১৫ জুলাই) সকাল ১০টায় উজিরপুর উপজেলার শোলক ইউনিয়নের আগৈলঝাড়া সীমানা হতে উজিরপুর বুদ্ধির বাজার পর্যন্ত স্ট্রিপ বাগান সৃজন এর শুভ উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. সাখাওয়াত হোসেন।
এ সময় আরো উপস্থিত ছিলেন সামাজিক বন বিভাগের গৌরনদী রেইন্জ কর্মকর্তা মোঃ নুরুল ইসলাম সিকদার, উজিরপুর উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান এ্যাডভোকেট মোরশেদা পারভীন, সোলক ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ডাঃ আব্দুল হালিম, উজিরপুর উপজেলা বন কর্মকর্তা মোঃ হুমায়ুন কবির সহ সুবিধাভোগী ও স্থানীয় জনসাধারণ।
রেইন্জ কর্মকর্তা মোঃ নুরুল ইসলাম সিকদার জানান এ উদ্ভোধনের মাধ্যমে সোলক ইউনিয়নে রাস্তার দুই ধারে ফলজ,বনজ ও ঔষধি গাছের চারা রোপন করে ট্রিপল বাগান সৃজন করা হবে।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর উজিরপুর (বরিশাল) প্রতিনিধি আ: রহিম সরদার। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.