উজিরপুরে ১ শত প্রাথমিক বিদ্যালয়ে ল্যাপটপ বিতরণ করে : এমপি ইউনুস

 

উজিরপুর প্রতিনিধি: উজিরপুরে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের অধীনে প্রাথমিক শিক্ষা উন্নয়ন কর্মসূচী-৩ এর আওতায় উপজেলার ১শত সরকারি প্রাথমিক বিদ্যালয়ে একটি করে ল্যাপটপ প্রদান করা হয়।

এ উপলক্ষে আজ বৃহস্পতিবার সকাল ১০টায় উপজেলা সভাকক্ষে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে ল্যাপটপ বিতরণ অনুষ্ঠানের উদ্বোধন করেন আইন বিচার ও সংসদ বিষয়ক সম্পর্কিত স্থায়ী কমিটির সদস্য ও প্যানেল স্পীকার বরিশাল-২ আসনের সংসদ সদস্য অ্যাডঃ তালুকদার মোঃ ইউনুস। উপজেলা নির্বাহী অফিসার মাসুমা আক্তারের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও জেলা পরিষদের সদস্য এস.এম জামাল হোসেন, পৌর মেয়র গিয়াস উদ্দিন বেপারী, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আঃ মজিদ সিকদার বাচ্চু, প্রাথমিক শিক্ষা অফিসার শহিদুল ইসলামের সঞ্চালনায় আরো উপস্থিত ছিলেন, উপজেলা প্রকৌশলী ইউনুস আলী, মডেল থানার অফিসার ইনচার্জ শিশির কুমার পালসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ।#

Comments are closed, but trackbacks and pingbacks are open.