উজিরপুরে ১০টাকা মূল্যের চাল বিতরণে অনিয়মের অভিযোগে ভ্রাম্যমান আদালতে ২০ হাজার টাকা জরিমানা

উজিরপুর প্রতিনিধি:  উজিরপুরে সরকারের ১০টাকা মূল্যের চাল বিতরণে অনিয়মের অভিযোগে ডিলার আল আমিন সিকদারকে গ্রেফতার ভ্রাম্যমান আদালতে ২০ হাজার টাকা জরিমানা আদায় করেছেন ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) মোঃ মাহাবুব উল্লাহ মজুমদার।

আজ (৯ নভেম্বর) বেলা ১২টায় শিকারপুর ইউনিয়নের তাঁরাবাড়ি ইউনিয়ন পরিষদ সংলগ্ন মুন্ডপাশা গ্রামের হোসেন আলী সিকদারের ছেলে আল আমিন সিকদারকে অভিযোগের ভিত্তিতে গ্রেফতার করে নির্বাহী ম্যাজিষ্ট্রেট আদালতে সোপর্দ করা হয়।

অভিযোগ সূত্রে জানা যায়, আল আমিন সিকদার ঐ ডিলারের মাধ্যমে দীর্ঘদিন যাবৎ ৪৯৭ জন কার্ডধারীকে ১০ টাকা মূল্যের চাল বিতরণ করতেন। সকলের কাছ থেকে অতিরিক্ত ২০ টাকা করে আদায় করতেন। কার্ডধারীদের অভিযোগের ভিত্তিতে তাকে গ্রেফতার করা হয়।

সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর উজিরপুর প্রতিনিধি আঃ রহিম সরদার। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.