উজিরপুরে স্বাভাবিক প্রসব সেবা জোরদারকরণ অবহিতকরণ কর্মশালা

উজিরপুর প্রতিনিধি: বরিশালের উজিরপুরে ছেলে হোক মেয়ে হোক দুটি সন্তানই যথেষ্ট, এই ¯েøাগানকে সামনে রেখে ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রে ২৪/৭ (সর্বক্ষণিক) স্বাভাবিক প্রসব সেবা জোরদারকরণ বিষয়ক অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে।
এমসিএইচ ইউনিট, পরিবার পরিকল্পনা অধিদপ্তরের আয়োজনে ও উপজেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ের বাস্তবায়নে রবিবার (২৭ ফেব্রুয়ারী) সকাল ১১টায় উপজেলা সম্মেলন কক্ষে এ অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে।
সভায় সভাপতিত্বে করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা প্রণতি বিশ্বাস।
সভায় এমসিএইচ সার্ভিসেসের উপ-পরিচালক ডাঃ তৃপ্তি বালার সঞ্চালনায় বক্তব্য রাখেন বরিশাল পরিবার পরিকল্পনা বিভাগের পরিচালক মোঃ আব্দুস সালাম, স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক শহীদুল ইসলাম, উপজেলা পরিষদের চেয়ারম্যান আঃ মজিদ সিকদার বাচ্চু, পরিবার পরিকল্পনা বিভাগের উপ-পরিচালক শহীদুল ইসলাম, পৌরসভার মেয়র ও উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মোঃ গিয়াস উদ্দিন বেপারি, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান অপূর্ব কুমার বাইন রন্টু, মহিলা ভাইস চেয়ারম্যান, সীমা রানী শীল, জেলা পরিবার পরিকল্পনা কার্য্যালয়ের সহকারী পরিচালক (সিসি) ডাঃ এম ফরিদুজ্জামান, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ শওকত আলী, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা লায়লা পারভীন, ডাঃ নাদিরা পারভীন, ইউপি চেয়ারম্যান আঃ খালেক রাড়ী, হালিম সরদার, অমল মল্লিক, সরোয়ার হোসেন প্রমুখ।
সভায় বক্তারা ইউনিয়নের প্রতিটি স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রে গর্ভবতী মায়েদের নরমাল ডেলিভারি সেবা নিতে আসার জন্য আহবান জানান।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর উজিরপুর প্রতিনিধি আঃ রহিম সরদার। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.