উজিরপুরে স্কুল ছাত্রীকে কূ-প্রস্তাবের ঘটনায় প্রতিবাদ করায় হামলা

প্রতীকী ছবি
উজিরপুর প্রতিনিধি: বরিশাল জেলার উজিরপুরে স্কুল ছাত্রীকে কূ-প্রস্তাবের ঘটনায় প্রতিবাদ করায় দুলাভাইয়ের উপর অতর্কিত হামলা চালিয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় এলাকায় তোলপাড় সৃষ্টি হয়েছে।
আহত সুত্রে জানা যায় উপজেলার শোলক ইউনিয়নের ৭ নং ওয়ার্ডের লম্পট আজগর সিকদার (৩৫) দীর্ঘদিন ধরে ৬ষ্ঠ শ্রেণির ছাত্রীকে স্কুলে যাওয়া আসার পথে বিভিন্ন সময় উত্তক্তসহ কুপ্রস্তাব দিয়ে আসছিল।
এতে রাজি না হওয়ায় ক্ষিপ্ত হয়ে আজগর সিকদার একদল ভাড়াটিয়া সন্ত্রাসী নিয়ে দেশীয় অস্ত্র সাজে সজ্জিত হয়ে ৪ জুলাই রাত ৯ টার দিকে ওই ছাত্রীকে বসত বাড়ির সামনে গিয়ে অশ্লীল ভাষায় গালিগালাজ করে।
এসময় ছাত্রীর দুলাভাই যুগিহাটি গ্রামের আয়নাল সরদারের ছেলে মোঃ নুর আলম সরদার প্রতিবাদ করলে তাকে ঘর থেকে টানা হেচড়া করে বের করে মারধর করে ও অন্ডকোষে আঘাত করে গুরুতর আহত করে এবং চাকু দিয়ে কুপিয়ে হত্যার চেষ্টা করে। অল্পের জন্য প্রানে রক্ষা পান নুর আলম সরদার।
পরিবারের লোকজন আহতকে উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে নিয়ে যায়। হামলার ঘটনায় আহত নুর আলম সরদার বাদী হয়ে অভিযুক্তদের বিরুদ্ধে উজিরপুর মডেল থানায় ওই রাতে অভিযোগ দায়ের করেন।
এ ব্যাপারে আহত নুর আলম সরদার জানান আমার নাবালিকা শ্যালিকাকে স্কুলে যাওয়া আসার পথে প্রায়ই উত্তক্ত এবং অশ্লীল আচরণ করে। এর প্রতিবাদ করায় আমাকে হত্যার উদ্দেশ্যে পরিকল্পিত ভাবে হামলা চালায়।
অভিযুক্ত পালিয়ে থাকায় যোগাযোগ করা সম্ভব হয়নি।
অফিসার ইনচার্জ মোঃ কামরুল হাসান বিটিসি নিউজকে জানান, অভিযোগের ভিত্তিতে তদন্ত সাপেক্ষে পরবর্তীতে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে। এদিকে হামলাকারীদের দ্রুত গ্রেফতার পূর্বক দৃষ্টান্ত মূলক শাস্তির দাবি জানিয়ে প্রশাসনের সু-দৃষ্টি কামনা করেছেন আহত’র পরিবার।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর উজিরপুর প্রতিনিধি আ: রহিম সরদার। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.