উজিরপুরে সোনার বাংলা বাজারে সাড়ে ৩৫ লক্ষ লক্ষ টাকা ব্যয়ে উন্নয়ন কাজের উদ্বোধন

 

উজিরপুর প্রতিনিধি: বরিশাল জেলার উজিরপুরে সাড়ে ৩৫ লক্ষ টাকা ব্যয়ে উন্নয়ন মুলক কাজের উদ্বোধন করা হয়েছে। ৩০ অক্টোবর রবিবার দুপুর ১টায়, জলবায়ু সহনশীল অবকাঠামো প্রকল্পের আওতায় উজিরপুর উপজেলা এলজিইডি কর্তৃক বাস্তবায়িত সোনারবাংলা বাজারে স্টল ঘরসহ বিভিন্ন উন্নয়ন মুলক কাজের উদ্বোধন ও দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়েছে।
এসময় উপস্থিত ছিলেন উজিরপুর উপজেলা উপ-সহকারী প্রকৌশলী মোঃ জাকির হোসেন, মেসার্স সোনিয়া কনস্ট্রাকশনের প্রপাইটর মোঃ মজিবুর রহমান, শিকারপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যানমোঃ ছরোয়ার হোসেন, এলজিইডি কনস্টান্টেট মোঃ জাহাঙ্গীর আলম, জুনিয়র ফিল্ড ইঞ্জিনিয়ার মোঃ হাবিবুর রহমান, উজিরপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি আঃ রহিম সরদার, সিনিয়রসাংবাদিক নাসির শরীফ, মাহফুজুর রহমান মাসুম, উজিরপুর উপজেলা মেম্বার এসোসিয়েশনের সভাপতি, ইউপি সদস্য মোঃ আশরাব আলী রাড়ী, প্রচার সম্পাদক জাকির হোসেন, বিশিষ্ট ব্যবসায়ী আনোয়ার হোসেন মল্লিক সহ বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক নেতৃবৃন্দ।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর উজিরপুর প্রতিনিধি আঃ রহিম সরদার। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.