উজিরপুরে সুষম পুষ্টি ও স্বাস্থ্য বিষয়ক সচেতনতামূলক আলোচনা সভা অনুষ্ঠিত

উজিরপুর প্রতিনিধি: বরিশাল জেলার উজিরপুর উপজেলার উজিরপুর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ১৪ ডিসেম্বর রোজ বৃহস্পতিবার সকাল ১০ ঘটিকায় সেন্টার রুরাল সার্ভিস সোসাইটি (সি,আর, এস এস)-এর আয়োজনে এবং ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ- এর সহযোগীতায় “সুষম পুষ্টি ও স্বাস্থ্য বিষয়ক সচেতনতামূলক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উজিরপুর মডেল সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রহিমা পারভীন , উক্ত আলোচনা সভায় কমিউনিটি হেলথ ফ্যাসিলিটির জনাব এ্যাথিনা বিশ্বাস ও শারমীন আক্তার ১০-১৮ বছরের কিশোরী মেয়েদের ঋতুকালীন স্বাস্থ্যসেবা, সুষম খাদ্যে কি এবং এর প্রয়োজনীয়তা সম্পর্কে বিস্তারিত আলোচনা করেন।
আলোচনার এক পর্যায়ে প্রধান অতিথি বলেন, ১০-১৮ বছরের কিশোরী মেয়েদের এ ধরনের আলোচনা সভা খুবই গুরুত্বপূর্ণ। ঋতুকালীন পরিচর্যা জ্ঞান এভাবে কিশোরীদের মাঝে পৌঁছে দিলে উজিরপুর পৌরসভার সকলেই খুবই উপকৃত হবে। আলোচনা সভা পরিচালনা করেন জনাব, মোঃ শাকিল আহমেদ, কমিউনিটি ডেভেলপমেন্ট অফিসার, উজিরপুর পৌরসভা, (সি,আর, এস এস)।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর উজিরপুর প্রতিনিধি আ: রহিম সরদার। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.