উজিরপুরে সারের ডিলারে বিরুদ্ধে দূর্ণীতি ও অনিয়মের অভিযোগ

উজিরপুর প্রতিনিধি: বরিশাল জেলার উজিরপুর উপজেলার শিকারপুরে সারের ডিলারের বিরুদ্ধে বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় উপজেলা কৃষি কর্মকর্তার নিকট লিখিত অভিযোগ দায়ের করে করেছে বামরাইল ইউনিয়নের ধামসর গ্রামের সাব ডিলার বাপ্পী ইসলাম।
অভিযোগ সুত্রে জানা যায় উপজেলার শিকারপুর সাহা টেডার্স এর মালিক সারের ডিলার নারায়ন চন্দ্র (চানু) সাহার কাছ থেকে দামসর বাজারের জনতা এন্টারপ্রাইজের মালিক সাব ডিলার বাপ্পী ইসলাম ৫০ কেজি ওজনের ৪১ বস্তা ইউরিয়া সার ক্রয় করে থাকে। সন্দেহ হলে ওই বস্তাগুলি মাপা হলে প্রতি বস্তায় ৩৬ কেজি ৮শত গ্রাম পাওয়া যায়। এ ঘটনায় বাপ্পী ইসলাম উপজেলা কৃষি কর্মকর্তার বরাবরে লিখিত অভিযোগ দায়ের করেন।
এছাড়াও কিছুদিন পূর্বে নারায়ন চন্দ্র সাহার বিরুদ্ধে সার সরবরাহে অনিয়মের অভিযোগে ভ্রাম্যমান আদালত জরিমানা আদায় করেছিল। এ ব্যাপারে অভিযুক্ত সারের ডিলার নারায়ন চন্দ্র চানু সাহা জানান কিছু কিছু বস্তায় ওজনে কম হতে পারে।
উজিরপুর উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ তৌহিদ বিটিসি নিউজকে জানান, অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর উজিরপুর প্রতিনিধি আঃ রহিম সরদার। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.