উজিরপুরে সাংবাদিকদের সাথে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দের মতবিনিময় সভা অনুষ্ঠিত

উজিবপুর প্রতিনিধি: বরিশালের উজিরপুর উপজেলার বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দের সাথে উজিরপুর সংবাদিক ইউনিয়নের সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ বৃহস্পতিবার (০৫ সেপ্টেম্বর) বেলা ১২ টায় উজিরপুর সাংবাদিক ইউনিয়নের কার্যালয়ে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
মতবিনিময় সভায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা বলেন, সারা দেশব্যাপী কিছু অসৎ ছাত্র ও চিহ্নিত সন্ত্রাসী চাঁদাবাজ মিলে উজিরপুর সহ বিভিন্ন অঞ্চলে অফিস আদালত সহ বিভিন্ন প্রতিষ্ঠানের কর্মকর্তা কর্মচারীদের ভয় ভীতি দেখিয়ে চাঁদাবাজি করছে এমন বিভিন্ন অভিযোগ আমরা পেয়েছি যা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা সমর্থন করে না।
একই সাথে উজিরপুর উপজেলায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ইউনিয়ন অথবা পৌরসভার কমিটি নেই। আমরা আপনাদের মাধ্যমে জানাচ্ছি, কেউ যদি ছাত্রদের পরিচয় দিয়ে অথবা ছাত্রদেরকে সামনে ফেলে সন্ত্রাস চাঁদাবাজি চেষ্টা করেন তাহলে আইন-শৃঙ্খলা বাহিনীর সাথে যোগাযোগ করার জন্য অনুরোধ রইলো। যদি কোন ব্যক্তি বা প্রতিষ্ঠান দুর্নীতি করে থাকে বা দুর্নীতির অভিযোগ ওঠে তাহলে তার সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তার কাছে বিষয়টি প্রমাণসহ জানাতে পারেন। কোন ভাবেই কেহ আইন নিজের হাতে তুলে নিতে পারবেনা। এ বিষয়ে স্থানীয়দেরকে সচেতন ও সতর্ক হওয়ার জন্য আহ্বান জানান তারা।
উজিরপুর সাংবাদিক  ইউনিয়নের সভাপতি, আঃ রহিম সরদারের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোঃ মাহফুজুর রহমান মাসুম এর সঞ্চালনায়, বক্তব্য রাখেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক আদনান হাসান নাদিম, সাকির আহমেদ অন্তু, রিয়াজ উদ্দিন আব্দুল্লহ আল সাকিব,বেল্লাল ইসলাম মিদুল, এ সময় আরো উপস্থিত ছিলেন উজিপুর সাংবাদিক ইউনিয়নের সংগঠনিক সম্পাদক নাজমুল হক মুন্না, দপ্তর সম্পাদক মোঃ জুনায়েদ খান সিয়াম, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন নেতা, নাজমুল ইসলাম আরাফাত, আব্দুল্লাহ আল সাদ রাফি, মাহমুদুল হাসান শাকিব ও সাংবাদিক ইউনিয়নের প্রচার সম্পাদক বিপ্লব হাজারী প্রমুখ।
এর পুর্বে বৈষম্য বিরোধী আন্দোলনের নেতৃবৃন্দ উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ সাখাওয়াত হোসেন এর সাথে সৌজন্য সাক্ষাৎ করেন।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর উজিরপুর (বরিশাল) প্রতিনিধি আ: রহিম সরদার। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.