উজিরপুরে সততা স্টোর পরিদর্শন ও মতবিনিময় সভা একজন সৎ মানুষ দেশ ও জাতীর সম্পদ- পরিচালক দূর্নীতি দমন কমিশন

উজিরপুর প্রতিনিধি: উজিরপুরে সততা স্টোর পরিদর্শন ও মতবিনিময় সভা করেন দূর্নীতি দমন কমিশনের প্রধান কার্যালয়ের পরিচালক শিরীন পারভীন প্রধান অতিথির বক্তৃতায় বলেন একজন সৎ মানুষ দেশ ও জাতীর সম্পদ।

আজ ২৫ এপ্রিল বৃহস্পতিবার সকাল ১০টায় উপজেলার জয়শ্রী মুন্ডপাশা এস,এ,বি,এম মাধ্যমিক বিদ্যালয়ে সততা স্টোর বিষয়ক মত বিনিময় সভায় উপজেলা নির্বাহী অফিসার মাসুমা আক্তারের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তৃতা করেন দূর্নীতি দমন কমিশনের বরিশাল জেলা কার্যালয়ের উপ-পরিচালক দেবব্রত মন্ডল, উপ-সহকারী পরিচালক রনজিত কুমার কর্মকার, মাধ্যমিক শিক্ষা অফিসার, শহিদুল হক, ওসি তদন্ত হেলাল উদ্দিন প্রমুখ।

সার্বিক পরিচালনায় উপজেলা দূর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক মহসিন মিঞা লিটন। এ সময় আরো উপস্থিত ছিলেন অত্র বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ সেকান্দার আলী, উপজেলা দূর্নীতি প্রতিরোধ কমিটির সদস্য প্রভাষক আলী আহম্মদ, মোঃ আমির হোসেন, মুক্তিযোদ্ধা আক্রাম হোসেন হাওলাদার, বিউটি খানম, শিক্ষক নাদিরা সুলতানা, উজিরপুর প্রেসক্লাব সভাপতি আঃ রহিম সরদার প্রমুখ।

এ সময় প্রধান অতিথি আরো বলেন দেশকে উন্নয়নশীল রাষ্ট্রে পরিনত করতে হলে সমাজ থেকে দূর্নীতি মুক্ত করতে হবে।

তাই সকল শিক্ষা প্রতিষ্ঠানে সততা স্টোর এর মাধ্যমে শিক্ষার্থীদের সৎভাবে জীবন যাপন করতে নিজেদেরকে শিক্ষাকাল থেকে গড়ে তুলতে হবে।

সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর উজিরপুর প্রতিনিধি আঃ রহিম সরদার। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.