উজিরপুরে শেখ রাসেল দিবস উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মোনাজাত অনুষ্ঠিত

উজিরপুর প্রতিনিধি: বরিশালের উজিরপুরে রাসেল দিবস এবং শেখ রাসেল এর ৫৮তম জন্মদিন উপলক্ষে উপজেলার প্রশাসন ও আওয়ামীলীগ পৃথক পৃথক কর্মসুচি পালন করেন।
এ উপলক্ষে পুস্পমাল্য অর্পন, চিত্রাঙ্কন, রচনা প্রতিযোগীতা, আলোচনা সভা, দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়।
আজ সোমবার সকাল ৯টায় উপজেলা চত্তরে শেখ রাসেলের অস্থায়ী স্মৃতি ফলকে পুস্পমাল্য অর্পন করেন উপজেলা প্রশাসন, আওয়ামীলীগ ও সহযোগী সংগঠন সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, সামাজিক ও রাজনৈতিক সাংস্কৃতি সংগঠন।
সকাল ১০টায় উপজেলা নির্বাহী অফিসার প্রনতি বিশ্বাস এর সভাপতিত্বে আলোচনা সভায় বক্তৃতা করেন সহকারী ভুমি কর্মকর্তা জয়দেব চক্রবর্তী, বি,এন,খান,ডিগ্রি কলেজের অধ্যক্ষ অশোক কুমার রায় চৌধুরী, মডেল থানার অফিসার ইনচার্জ আলী আর্শাদ, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মোঃ তৌহিদ, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা অয়ন সাহাসহ ভিবিন্ন দপ্তরের কর্মকর্তা ও শিক্ষক প্রতিনিধি। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কনিষ্ঠ পুত্র ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছোট ভাই শেখ রাসেলের ৫৮তম জন্মদিন আজ।
১৯৭৫ সালের ১৫ আগস্ট স্ব-পরিবারে বঙ্গবন্ধুকে হত্যা করা হয়। এ হত্যাকান্ড থেকে সেদিনের অবুঝ শিশু রাসেলও রেহাই পাননি। বঙ্গবন্ধুর আত্মস্বীকৃত খুনিরা সেদিন বঙ্গবন্ধুর উত্তরাধিকার নিশ্চিহ্ন করতে চেয়েছিল। তাই নরপশুরা নিষ্পাপ শিশু ইউনিভার্সিটি ল্যাবরেটরী স্কুলের চতুর্থ শ্রেণির ছাত্র শেখ রাসেলকে হত্যা করেছে।
মন্ত্রিপরিষদ বিভাগের এক সিদ্ধান্ত অনুযায়ী- ২০২১ সাল থেকে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কনিষ্ঠ পুত্র শেখ রাসেলের জন্মদিন ‘শেখ রাসেল দিবস’ হিসাবে পালিত হচ্ছে। এবারের প্রতিপাদ্য বিষয়-‘শেখ রাসেল দীপ্ত জয়োল্লাস, অদম্য আত্মবিশ্বাস।
সকাল সাড়ে ১০টায় উপজেলা আওয়ামীলীগের উদ্যোগে দলীয় কার্যালয়ে আলোচনা সভায় উপজেলা আ’লীগের সভাপতি এস এম জামাল হোসেনের সভাপতিত্বে বক্তব্যে রাখেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও পৌর মেয়র গিয়াস উদ্দিন বেপারি, উপজেলা পরিষদের চেয়ারম্যান আঃ মজিদ সিকদার বাচ্চু, ভাইস চেয়ারম্যান অপূর্ব কুমার বাইন রন্টু, উপজেলা আওয়ামীলীগের সাবেক সভাপতি অশোক কুমার হাওলাদার, সাংগঠনিক সম্পাদক সফিকুল ইসলাম বালী, আওয়ামীলীগের নেতা উত্তম কুমার হাওলাদার, তাপস রায়, গুঠিয়া ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি আঃ ছত্তার মোল্লা, সাধারণ সম্পাদক এস.এম মিন্টু, শোলক ইউপি চেয়ারম্যান ডাঃ আঃ হালিম, শাহিন হাওলাদার, শিকারপুর ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক নজরুল ইসলাম মাঝি, বড়াকোঠা ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি শাহে আলম, সাধারণ সম্পাদক মিজানুর রহমান কামাল, শ্রমিকলীগের যুগ্ম আহবায়ক শিপন মোল্লা, উপজেলা ছাত্রলীগ সভাপতি অসীম ঘরামী।
আলোচনা শেষে উপস্থিত সকলে বঙ্গবন্ধুর কনিষ্ঠ পুত্র শেখ রাসেলের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া মোনাজাত করেন।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর উজিরপুর প্রতিনিধি আঃ রহিম সরদার। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.