উজিরপুরে শিক্ষক দিবস পালিত

উজিরপুর (বরিশাল) প্রতিনিধি: “শিক্ষকদের হাত ধরেই শিক্ষা ব্যবস্থার রূপান্তর শুরু’ এ স্নোগানকে সামনে রেখে বরিশালের উজিরপুরে বিভিন্ন কলেজ, মাদ্রাসা, মাধ্যমিক ও প্রাথমিক বিদ্যালয়ের কয়েকশো শিক্ষক নিয়ে জাতীয় শিক্ষক দিবস পালিত হয়েছে।
বৃহস্পতিবার বেলা ১১টায় দিবসটি উপলক্ষে উপজেলা শিক্ষা অফিসের আয়োজনে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। র‌্যালিটি উপজেলা বিএনখান ডিগ্রি কলেজের সামনে থেকে শুরু হয়ে প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা পরিষদের সামনে এসে শেষ হয়।
র‌্যালি শেষে উপজেলা শিক্ষা কর্মকর্তা এবিএম জাহিদ হোসেনের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় সরকারি শেরে বাংলা কলেজের শিক্ষক সরদার মোঃ সিদ্দিকুর রহমানের সঞ্চালনায় বক্তব্য রাখে উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোসাঃ তাসলিমা বেগম, বি.এন.খান ডিগ্রি কলেজের সাবেক ভারপ্রাপ্ত অধ্যক্ষ অশোক রায় চৌধুরী, উপজেলা বাকসিস এর সাধারণ সম্পাদক মোঃ হারুন অর রশীদ, বাংলাদেশ শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক মোঃ শাহাদাৎ হোসেন, উজিরপুর আলিম মাদ্রাসা সুপার মাওলানা মোঃ নুরুল হক আজহারী, শিক্ষক নেতা মোঃ রাজ্জাক মৃধা প্রমুখ।
সভায় বক্তারা বলেন, দেশে প্রথমবারের মতো সরকারিভাবে শিক্ষক দিবস উদযাপিত হচ্ছে। দেশের সর্বস্তরের শিক্ষকরা এটিকে ইতিবাচক দৃষ্টিতে দেখছেন।
প্রসঙ্গত, ১৯৯৫ সাল থেকে প্রতি বছর ৫ অক্টোবর বিশ্বব্যাপী পালিত হয়ে থাকে বিশ্ব শিক্ষক দিবস।
এদিনে বিশ্ব শিক্ষক দিবস পালিত হলেও এ বছর বাংলাদেশে প্রথমবারের মতো ২৭ অক্টোবর উদযাপন হচ্ছে। এ দিবসটি শিক্ষকদের অবদানকে স্মরণ করার জন্য পালন করা হয়।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর উজিরপুর প্রতিনিধি আঃ রহিম সরদার। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.