উজিরপুরে শালিস বৈঠকে হামলা, আহত-৩

উজিরপুর প্রতিনিধি: বরিশালের উজিরপুরের জল্লায় জমিসংক্রান্ত বিরোধের জের ধরে শালিস বৈঠকে প্রতিপক্ষের অতর্কিত হামলায় নারীসহ সহ ৩জন গুরুতর আহত হয়েছে।
স্থানীয়রা আহতদেরকে মুমুর্ষ অবস্থায় উদ্ধার করে উজিরপুর স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। এ ঘটনায় থানায় মামলা দায়ের করা হয়েছে। মামলা ও আহত সুত্রে জানা যায়, উপজেলার জল্লা ইউনিয়নের বাহেরঘাট এলাকার মৃত ফয়জর আলী সরদারের ওয়ারিশ সাজেদা আক্তার গংদের সাথে একই এলাকার মৃত তোরাব আলী সরদারের পুত্র হাবিব সরদার গংদের জমি নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল।
উক্ত বিরোধীয় সম্পত্তি নিয়ে সোমবার (১৩ জুন) রাতে উভয়পক্ষকে নিয়ে তাদের নিজবাড়ীতে স্থানীয় শালীসদাররা শালিস বৈঠক বসে।
শালিস বৈঠক চলাকালীন রাত সাড়ে ১০টায় প্রতিপক্ষ প্রভাবশালী হাবিব সরদার(৫৬), শাহজাহান সরদারের পুত্র পারভেজ (৩২) ,শাহিন সরদার( ৪৫), শাহিন সরদারের পুত্র রিয়ন (২০), রাফিদ সরদার (১৯) হাবিব সরদারের পুত্র আকাশ সরদার (২০), স্বপ্না বেগম(২৫) রিনা বেগম (৩৫)মিলে শালিশদারদের উপস্থিতিতে পরিকলিপ্ত ভাবে সাজেদা আক্তার( ৪৫) জিয়াউল হক (৫৫) তাহের বেপারী (৫৫) কে কুপিয়ে রক্তাক্ত যখম করে।
শালিস বৈঠকে উপস্থিত জাহাঙ্গীর হাওলাদার ও আশ্রাব হাওলাদার জানান, জমি জমা নিয়ে উভয়গংদের মধ্যে দীর্ঘদিন ঝামেলা চলে আসছিলো। তাদের ঝামেলা মিমাংসার জন্য আমরা স্থানীয়ভাবে একটি শালিশ বৈঠক করলে হাবিব সরদারের গংরা অতর্কিত হামলা চালায়।
এ ব্যপারে আহত সাজেদা আক্তার ১৪ জুন সকালে বাদী হয়ে উজিরপুর মডেল থানায় উল্লেখ্য অভিযুক্তদের বিরুদ্ধে মামলা দায়ের করেন। মামলার খবর শুনে ফোন বন্ধ করে বাড়ি থেকে পালিয়ে থাকায় তাদের বক্তব্য পাওয়া যায়নি।
উজিরপুর মডেল থানার অফিসার ইনচার্জ আলী আর্শাদ বিটিসি নিউজকে জানান, অভিযোগ পেয়েছি তদন্ত স্বাপেক্ষে অপরাধীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর উজিরপুর প্রতিনিধি আঃ রহিম সরদার। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.