উজিরপুরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতি সভা ও ত্রান বিতরণ ধর্ম যার যার, উৎসব সবার : এমপি ইউনুস

 

উজিরপুর প্রতিনিধি: ধর্ম যার যার উৎসব সবার। হিন্দু ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা অনুষ্ঠান নির্বিঘ্নে সম্পন্ন করার জন্য আইন শৃঙ্খলা বাহিনীসহ দলীয় নেতাকর্মীদের সহযোগিতা করার জন্য আহবান জানান এমপি ইউনুস। উজিরপুরে শারদীয় দূর্গা পূজা উপলক্ষ্যে ত্রাণের চাল ও দুঃস্থ সহ বিভিন্ন প্রতিষ্ঠানে ঢেউ টিন বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতা করেন বরিশাল ২-আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এ্যাডঃ তালুকদার মোঃ ইউনুস।

আজ শনিবার বিকেল ৩ টায় উপজেলা সভাকক্ষে নির্বাহী কর্মকর্তা মাসুমা আক্তারের সভাপতিত্বে আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তৃতা করেন উপজেলা চেয়ারম্যান হাফিজুর রহমান ইকবাল, উপজেলা আওয়ামীলীগের সভাপতি এস.এম জামাল হোসেন, সম্পাদক আঃ মজিদ সিকদার বাচ্চু, পৌর মেয়র গিয়াস উদ্দিন বেপারী, ভাইস চেয়ারম্যান ও পূজা উদযাপন পরিষদের সভাপতি অপূর্ব কুমার বাইন রন্টু, মহিলা ভাইস চেয়ারম্যান সীমা রানী শীল, বানারীপাড়া পৌর মেয়র সুভাষ চন্দ্র শীল, বানারীপাড়া উপজেলা আওয়ামীলীগের সভাপতি গোলাম সালেহ মঞ্জু মোল্লা, সম্পাদক মাওলাদ হোসেন ছানা।

আরো উপস্থিত ছিলেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মফিজুর রহমান, ওসি শিশির কুমার পাল, পূজা উদযাপন কমিটির সধারণ সম্পাদক সহদেব কুমার দাস। এ সময় উপজেলার ১১০টি পূজা মন্ডপে সভাপতি-সম্পাদকের কাছে ৫শ কেজি করে মোট ৬৫ মেঃটন চাল বিতরণ করেন। এর পূর্বে ত্রাণ ও দুর্যোগ মন্ত্রণালয়ের অধীনে ৮৪ জনকে ১শত বান্ডিল ঢেউ টিন বিতরণ করেন। সকালে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ও প্রশাসনের উদ্যোগে দূর্যোগ প্রশমন দিবস উপলক্ষে র‌্যালি, দূযোগ মোকাবেলায় ফায়ার সার্ভিসের মাধ্যমে মহড়া, চিত্রাঙ্কন প্রতিযোগিতা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। আলোচনা সভায় প্রধান অতিথি এ্যাডঃ তালুকদার মোঃ ইউনুস বলেন, ধর্ম যার যার, উৎসব সবার।#

Comments are closed, but trackbacks and pingbacks are open.