উজিরপুরে ল্যাকটেটিং মাদারদের হেলথ ক্যাম্প অনুষ্ঠিত

উজিরপুর প্রতিনিধিঃ বরিশালের উজিরপুরে কর্মজীবী ল্যাকটেটিং মাদার সহায়তা তহবিল কর্মসূচীর আওতায় হেলথ ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। আজ বৃহষ্পতিবার (৭ নভেম্বর)  বেলা ১১ টায় উপজেলা সভাকক্ষে উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়াজনে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তৃতা করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আঃ মজিদ সিকদার বাচ্চু।

উপজেলা সহকারী কমিশনার ভূমি মোঃ মাহাবুবউল্লাহ মজুমদারের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তৃতা করেন পৌর মেয়র মোঃ গিয়াস উদ্দিন বেপারী, উপজেলা ভাইস চেয়ারম্যান অপূর্ব কুমার বাইন রন্টু, উপজেলা ছাত্রলীগের সভাপতি অসিম কুমার ঘরামীর সঞ্চালনায় বক্তৃতা করেন ডাঃ তানভীর আহম্মেদ, মহিলা বিষয়ক কর্মকর্তা কাজী ইশরাত জাহান, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক ও প্যানেল মেয়র হেমায়েত উদ্দিন, প্রেসক্লাবের সভাপতি আঃ রহিম সরদার, বড়াকোঠা ইউপি চেয়ারম্যান এ্যাডঃ শহিদুল ইসলাম মৃধা প্রমূখ। এ সময় পৌরসভার ৪ শত সুবিধাভোগী ল্যাকটেটিং মাদারকে স্বাস্থ্য উপকরণ বিতরণ করেন অতিথিবৃন্দ।

সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর উজিরপুর প্রতিনিধি আঃ রহিম সরদার। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.