উজিরপুরে লেবু চাষীদের প্রশিক্ষণ

উজিরপুর প্রতিনিধি: বরিশালের উজিরপুরে ২০২২-২৩ অর্থবছরে লেবু জাতীয় ফসলের সম্প্রসারণ, ব্যবস্থাপনা ও উৎপাদন বৃদ্ধি প্রকল্পের আওতায় একদিন ব্যাপী কৃষকদের প্রশিক্ষণ দিয়েছে কৃষি অফিস।
৭ সেপ্টেম্বর বুধবার সকাল ১০টায় উপজেলা পরিষদের সভাকক্ষে উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ তৌহিদের সভাপতিত্বে ৩০ জন কৃষক-কৃষাণীকে দিনব্যাপী প্রশিক্ষণ প্রদান করা হয়।
প্রশিক্ষণ প্রদান করেন বরিশাল খামারবাড়ি অতিরিক্ত উপপরিচালক (শস্য) কৃষিবিদ সাবিনা ইয়াসমিন ও অতিরিক্ত উপপরিচালক (উদ্যান) মোঃ রেজাউল হাসান।
এ সময় উপস্থিত ছিলেন কৃষি সম্প্রসারণ কর্মকর্তা প্রশান্ত হাওলাদার ও সানজিদা আহম্মেদ শাওন প্রমূখ। প্রশিক্ষণ শেষে লেবু জাতীয় ফসলের প্রদর্শনীভ‚ক্ত ৩০ জন কৃষক-কৃষানীকে জমি অনুযায়ী মালটা ও লেবু চারা, রাসায়নিক ও জৈব সার, স্প্রে মেশিন, সিকেচার, নাইফ ও সাইনবোর্ড বিতরণ করা হয়েছে।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর উজিরপুর প্রতিনিধি আঃ রহিম সরদার। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.