উজিরপুরে লক্ষ্মী পূজা উপলক্ষে কচা নদীতে ১৬৪ তম নৌকা বাইচ অনুষ্ঠিত

উজিরপুর প্রতিনিধি: বরিশালের উজিরপুরে কোজোগেরী লক্ষ্মী পূজা উপলক্ষে হারতার কচা নদীতে অনুষ্ঠিত হয়েছে ১৬৪ তম নৌকা বাইচ প্রতিযোগিতা। ২৮ অক্টোবর শনিবার দিনভর নদীর দুই তীরে লক্ষ মানুষের মিলন মেলায় উৎসবের নগরীতে পরিনত হয়েছে হারতা বাজারসহ আশপাশের এলাকা।
দেশের বিভিন্ন এলাকা থেকে দলে দলে নারী পুরুষ নৌকা ও ট্রলার নিয়ে সমবেত হয়ে বিভিন্ন বাদ্যযন্ত্র নিয়ে নৌকা বাইচ প্রতিযোগীতা উপভোগ করেন। হিন্দুসম্প্রদায়ের লক্ষিপুজা উপলক্ষে ১৬৫ বছর আগে পুজারদিনে সর্বপ্রথম নৌকা বাইচ শুরু হলে এরপর থেকে প্রতিবছর প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়ে আসছে।
হারতা বাজার কমিটি ও ইউনিয়ন পরিষদ যৌথ ভাবে ঐতিহ্যবাহী এ প্রতিযোগিতার আয়োজন করেন। নৌকা বাইচ উপলক্ষে হারতায় দিনব্যাপি মেলা বসে। বিকাল ৪ টায় এ প্রতিযোগীতায় ফরিদপুর মাদারীপুর ও গোপালগঞ্জসহ দেশের বিভিন্ন এলাকা থেকে ৫ টি বাইচ দল অংশ নেয়।
বাইচ প্রতিযোগীতা দেখে উপস্থিত দর্শকরা মুগ্ধ হয়েছেন। প্রতিযোগীতায় গোপালগঞ্জ জেলার লক্ষনদি এলাকার লাজুর দল প্রথম, গোপালগঞ্জ সদরের কমলেশ বাকছির দল ২য়, মাদারীপুরের অমল সরকারের দল ৩য় হয়েছেন।
নৌকা বাইচ প্রতিযোগীতার শেষে বিজয়ীদের মধ্যে প্রধান অতিথি হিসেবে পুরস্কার বিতরন করেন বরিশাল-২ আসনের সংসদ সদেস্য মো: শাহে আলম।
হারতা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অমল মল্লিক এর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে পুরস্কার বিতরণ করেন সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য এ্যাডঃ সৈয়দা রুবিনা আক্তার মীরা, সাবেক সংসদ সদস্য মনিরুল ইসলাম মনি, সহকারী পুলিশ সুপার (বাকেরগঞ্জ সার্কেল) ফরহাদ হোসেন, উজিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারিহা তানজিন।
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উজিরপুর মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ জাফর আহম্মেদ, উজিরপুর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান হাফিজুর রহমান ইকবাল, হারতা ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি ও সাবেক ইউপি চেয়ারম্যান সুনিল কুমার বিশ্বাস, আয়োজক কমিটির সদস্য মিন্টু লাল মজুমদার, ইউপি সদস্য কৃষ্ণকান্ত, নরেন্দ্র নাথ বাড়ৈসহ অনেকে।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর উজিরপুর প্রতিনিধি আ: রহিম সরদার। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.