উজিরপুরে লকডাউনে প্রসাশনের ব্যাপক তৎপরতা

উজিরপুর প্রতিনিধি: বরিশালের উজিরপুরে বৈশ্বিক মহামারি করোনা ভাইরাস প্রতিরোধে সর্বাত্তক লকডাউনের তৃতীয় দিনে প্রশাসনের তৎপরতায় মহাসড়কসহ বিভিন্ন সড়কে যানবাহন চলাচল ছিল খুবই কম। দোকান-পাট বন্ধ সহ মানুষ ছিল ঘরমুখি। যন্ত্র চালিত যানবাহন সড়কে বের হলেই তাদের জিজ্ঞাসাবাদ করেছে প্রশাসন।
আজ শনিবার সকালে উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট প্রনতী বিশ্বাস এর নেতৃত্বে উপজেলা ও পৌর সদরের প্রধান বাজার,ডাকবাংলো, ডাবেরকুল বাজার,ওটরা রাস্তার মাথা ও হারতা বাজার এলাকায় ভ্রাম্যমান আদালত পরিচালনা করে ৭ জন ব্যাবসায়ীকে ৯ হাজার টাকা জরিমানা করা হয়েছে ও জনসচেতনতামূলক প্রচার প্রচারনা করা হয়েছে।
এ সময় উপস্থিত ছিলেন উজিরপুর মডেল থানার এস আই মোঃ মাহাবুব হোসেন সহ সংগীয় ফোর্স।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর উজিরপুর প্রতিনিধি আঃ রহিম সরদার। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.