উজিরপুরে রাজস্ব বাজেটের আওতায় মাছের পোনা অবমুক্ত করা হয়

উজিরপুর প্রতিনিধি: উজিরপুরে রাজস্ব বাজেটের আওতায় উন্মুক্ত ও প্রাতিষ্ঠানিক জলাশয়ে মাছের পোনা অবমুক্তের উদ্বোধন করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আঃ মজিদ সিকদার বাচ্চু, আজ সোমবার (১৪ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১২টায় উপজেলা পরিষদের দীঘিতে মাছের পোনা অবমুক্তির সময়ে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা মৎস্য কর্মকর্তা মোঃ আবু সাইদ, উপজেলা নির্বাহী অফিসার প্রণতি বিশ্বাস, উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও জেলা পরিষদ সদস্য এস,এম জামাল হোসেন, সাধারণ সম্পাদক ও পৌর মেয়র মোঃ গিয়াস উদ্দিন বেপারী, ভাইস চেয়ারম্যান অপূর্ব কুমার বাইন রন্টু, উপজেলা মৎস্য কর্মকর্তা শিমুল রানী পাল, বামরাইল খামার ব্যবস্থাপক শংকর লাল গাইন, শিকারপুর ইউপি চেয়ারম্যান সরোয়ার হোসেন প্রমূখ।

উপজেলায় ১৩টি স্পটে ১শত ৩৪ কেজি মাছের পোনা অবমুক্ত করা হয়।

সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর উজিরপুর প্রতিনিধি আঃ রহিম সরদার। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.