উজিরপুরে যুবদল কর্মী স্বপনের রুহের মাগফিরত কামনায় ইফতার মাহফিল

উজিরপুর প্রতিনিধি: বরিশাল জেলার উজিরপুর পৌরসভার সদ্যপ্রায়ত যুবদল কর্মী জহিরুল ইসলাম স্বপনের রুহের মাগফেরাত কামনা করে ইফতার মাহফিল ও দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়েছে।
২৮ মার্চ শুক্রবার বিকেল চারটায় উজিরপুর বন্দরের ঈদগা ময়দানে উজিরপুর বাজার কমিটির সাধারণ সম্পাদক ও
যুবদল নেতা মোঃ শাহাদুজ্জামান কমরেড এর উদ্যোগে এ শোক সভা অনুষ্ঠিত হয়।
ইফতার মাহফিল ও দোয়া অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উজিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও উপজেলা পরিষদ প্রশাসক মোঃ আলী সুজা, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উজিরপুর উপজেলা বিএনপি’র যুগ্ন আহবায়ক সরদার সিদ্দিকুর রহমান।
সভায় প্রধান আলোচক হিসেবে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন পৌর বিএনপির আহ্বায়ক মোঃ শহিদুল ইসলাম খান।
অনুষ্ঠানের সঞ্চালনা করেন যুবদল নেতা মোঃ শাহাদুজ্জামান কমরেড।
এ সময় বক্তারা সদ্যপ্রায়ত তরুণ যুবদল কর্মী মোঃ জহিরুল ইসলাম স্বপনের স্মৃতিচারণ করেন।
এ সময় তার রুহের মাগফিরাত কামনায় দোয়া মোনাজাত করা হয়। অনুষ্ঠানে উপজেলা বিএনপিসহ অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, গত ১৮ মার্চ বিকেল পাঁচটায় উজিরপুর ডাবেরকুল সড়কের পরমানন্দসহ গ্রামের শহীদ ফকিরের ইটের ভাটা নামক স্থানে মোটরসাইকেল দুর্ঘটনায় তিনি নিহত হন।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর উজিরপুর (বরিশাল) প্রতিনিধি আ: রহিম সরদার। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.