উজিরপুরে মুজিব শতবর্ষ উদ্যাপন উপলক্ষ্যে ঘুড়ি প্রতিযোগীতা

উজিরপুর প্রতিনিধি: বরিশালের উজিরপুরে মুজিব শতবর্ষ উদ্যাপন উপলক্ষ্যে ঘুড়ি প্রতিযোগীতার আয়োজন করা হয়েছে। আগামী ৮ই মার্চ সোমবার সকাল ১০টায় ইচলাদী বাসস্ট্যান্ড সংলগ্ন উত্তর পার্শ্বের মাঠে স্থানীয় যুব সমাজের উদ্যোগে এ প্রতিযোগিতার শুভ উদ্বোধন করবেন উজিরপুর পৌরসভার মেয়র মোঃ গিয়াস উদ্দিন বেপারী।
এসময় প্রধান অতিধি হিসেবে উপস্থিত থাকবেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আঃ মজিদ সিকদার বাচ্চু, ঘুড়ি প্রতিযোগিতায় ২নং ওয়ার্ড কাউন্সিলর ও প্যানেল মেয়র মোঃ হেমায়েত উদ্দিনের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদের সদস্য এস এম জামাল হোসেন, মডেল থানার অফিসার ইনচার্জ জিয়াউল আহসান, উপজেলা ভাইস চেয়ারম্যান অপূর্ব কুমার বাইন রন্টু।
প্রতিযোগিতায় সর্বোচ্চ চব্বিশটি দল অংশগ্রহন করতে পারবেন বলে জানান আয়োজক কমিটির সভাপতি মোঃ হেমায়েত উদ্দিন।
এ উপলক্ষ্যে ইতোমধ্যে ১৬ই ফেব্রয়ারী থেকে ২৮ই ফেব্রয়ারী পর্যন্ত নিবন্ধন কার্যক্রম চলবে। প্রতি দলে ২ হাজার টাকা নিবন্ধন ফি ধার্য্য করা হয়েছে। ০১৭১২৭৭২২৮৫, ০১৭১৮৪৩৯৬৯২, ০১৭১৮৬৫৪৪৫৯, ০১৭৭৭৯৫০৬৩৫ নম্বরে নিবন্ধনের জন্য যোগাযোগ করতে বলা হয়েছে।
প্রথম বিজয়ী দলকে ১টি ষাড় গরু, দ্বিতীয় বিজয়ী দলকে ১টি ফ্রিজ, তৃতীয় বিজয়ী দলকে ১টি এলইডি টেলিভিশন উপহার দেয়া হবে।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর উজিরপুর প্রতিনিধি আঃ রহিম সরদার। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.