উজিরপুরে মুজিববর্ষ উপলক্ষ্যে ঐতিহ্যবাহী ঘুড়ি প্রতিযোগিতার ফাইনাল খেলা অনুষ্ঠিত

উজিরপুর প্রতিনিধি: বরিশালের উজিরপুরে ব্যাপক আয়োজনে মুজিব শতবর্ষ উদযাপন উপলক্ষ্যে ঐতিহ্যবাহী ঘুড়ি প্রতিযোগিতার ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে।
আজ শনিবার বিকাল ৪টায় ইচলাদী বাসস্টান্ড সংলগ্ন উত্তর পাশের মাঠে প্রতিযোগিতায় রং বেরঙের ঘুড়ি নিয়ে বিভিন্ন দল অংশ গ্রহন করে। এতে প্রথমস্থান অধিকার করেন ওটরা ইউনিয়নের যোগিরকান্দা এলাকার লিহান ফ্যাশন গ্রুপ, দ্বিতীয় স্থান অধিকার করেন শিকারপুর ইউনিয়নের দক্ষিণ শিকারপুর গ্রামের আঃ মতিন তালুকদারের দল, তৃতীয় স্থান অধিকার করেন উজিরপুর পৌরসভার ইচলাদী গ্রামের কালাম শরীফের দল। প্রায় একমাস ব্যাপী ঐতিহ্যবাহী ঘুড়ি প্রতিযোগিতায় ১৪টি দল অংশগ্রহন করে।
আজ শনিবার একই সাথে সেমি ফাইনাল খেলায় ৪টি দল অংশগ্রহন করে। চতুর্থ দল নির্ধারিত হন পৌরসভার ৭নং ওয়ার্ডের ফরিদ হাওলাদারের দল।
খেলাশেষে বিকাল ৬টায় পুরস্কার বিতরণী সভায় খেলা কমিটির সভাপতি আঃ হক আকনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আঃ মজিদ সিকদার বাচ্চু, বিশেষ অতিথি ছিলেন পৌর মেয়র মোঃ গিয়াস উদ্দিন বেপারী, উপজেলা আওয়ামীলীগের সভাপতি এস,এম জামাল হোসেন, সাবেক উপজেলা চেয়ারম্যান আবুল কালাম আজাদ বাদল, ভাইস চেয়ারম্যান অপূর্ব কুমার বাইন রন্টু, শিকারপুর ইউপি চেয়ারম্যান সরোয়ার হোসেন, খেলা কমিটির প্রধান উদ্যোক্তা ও আয়োজক পৌরসভার প্যানেল মেয়র মোঃ হেমায়েত উদ্দিন প্রমূখ।
এ সময় বিজয়ী প্রথমস্থান অধিকারী ওটরা ইউনিয়নের যোগিরকান্দা এলাকার লিহান ফ্যাশন গ্রæপ এর হাতে একটি গাভী তুলে দেন, দ্বিতীয় স্থান অধিকারী দক্ষিণ শিকারপুর গ্রামের আঃ মতিন তালুকদারের দলকে একটি ফ্রিজ এবং তৃতীয় স্থান অধিকারী উজিরপুর পৌরসভার ইচলাদী গ্রামের কালাম শরীফের দলকে একটি এলইডি টিভি প্রদান করেন অতিথিবৃন্দ। এ ছাড়া প্রধান অতিথি, বিশেষ অতিথি, সেরা প্রতিযোগি, স্বেচ্ছাসেবকসহ বিভিন্ন পর্যায়ে শুভেচ্ছা পুরস্কার প্রদান করা হয়।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর উজিরপুর প্রতিনিধি আঃ রহিম সরদার। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.