উজিরপুরে মুজিববর্ষ উপলক্ষ্যে বয়স্ক, বিধবা ও অসচ্ছল প্রতিবন্ধী ভাতাভোগীদের উন্মুক্ত বাছাই

উজিরপুর প্রতিনিধি: বরিশালের উজিরপুরে মুজিববর্ষ উপলক্ষ্যে সমাজসেবা অধিদপ্তরের উদ্যোগে এই প্রথম ব্যতিক্রমী আয়োজনে সকলের উপস্থিতিতে বয়স্ক, বিধবা ও অসচ্ছল প্রতিবন্ধী ভাতাভোগীদের উন্মুক্ত বাছাই কার্যক্রম ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

আজ বুধবার (৪ মার্চ) বেলা ১১ টায় শিকারপুর ইউনিয়ন পরিষদের সভাকক্ষে আলোচনা সভায় উপজেলা সমাজসেবা ফিল্ড অফিসার মোঃ লিয়াকত আলীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ইউপি চেয়ারম্যান মোঃ ছরোয়ার হোসেন। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা আব্দুল আউয়াল, মোঃ হাবিবুর রহমান, শিকারপুর ইউনিয়ন আ’লীগের সাধারণ সম্পাদক মোঃ নজরুল ইসলাম মাঝি ও সকল ওয়ার্ডের ইউপি সদস্যগণ।

উপজেলায় উন্মুক্ত বাছাইয়ের মাধ্যমে ৪৬ জনকে বয়স্কভাতা, ৩৮ জনকে বিধবাভাতা ও ৬৮ জনকে প্রতিবন্ধী ভাতা দেয়া হবে। উন্মুক্ত বাছাই করায় যোগ্যপাত্রে অন্ন দান করা হবে বলে আশাবাদ ব্যক্ত করেন এলাকাবাসী। তাই উপজেলা প্রশাসনকে সাধুবাদ জানিয়েছেন ভাতাভোগীরা।

সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর উজিরপুর প্রতিনিধি আঃ রহিম সরদার। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.